Connect with us
অন্যান্য

কাঁদলেন সানিয়া মির্জা, বিদায়ের মঞ্চ গ্র্যান্ডস্ল্যাম

সানিয়া মির্জা। ছবি- গুগল

টেনিস জীবনের ইতি টানলেন সানিয়া মির্জা। গ্র্যান্ডস্ল্যামের মঞ্চে কাঁদলেন তিনি। তবে জয় দিয়ে শেষ করতে পারলেন না তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রোহান বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলা সানিয়া ক্যারিয়ারের শেষ ম্যাচে হেরে যায় ব্রাজিলের লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোস জুটির কাছে। মিক্সড ডাবলসে খেলার ফল হয় ৬-৭ (২-৭), ২-৬।

এদিকে ফাইনাল হারের পর আবেগটা আর ধরে রাখতে পারলেন না তিনি। কারণ এটিই গ্র্যান্ডস্ল্যাম ক্যারিয়ারে তার শেষ ম্যাচ ছিল। ক্যারিয়ারের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ৩৬ বছর বয়সী এই টেনিস তারকা খেলোয়াড়।
তিনি বলেন, আমি এখন কাঁদছি। এটি আসলে আমার খুশির অশ্রু। চোখের এই জল তো দুঃখের নয়। চাইলে আরও গোটা দুয়েক প্রতিযোগিতা খেলতেই পারতাম আমি। ২০০৫ সালে মেলবোর্ন থেকেই টেনিস যাত্রা শুরু হয়েছিল। তখন আমার বয়স ছিল মাত্র ১৮। সেরেনা উইলিয়ামসের সঙ্গে খেলেছিলাম তখন।

সানিয়া মির্জা সিঙ্গেলস খেলা ছেড়ে দিয়েছিলেন ২০১৩ সালেই। সিঙ্গেলসে তার শীর্ষ র‍্যাংক ছিল ২৭। তবে ডাবলস এবং মিক্সড ডাবলসেই বেশি সফলতা পেয়েছেন সানিয়া। তিনি প্রায় ৯১ সপ্তাহ ধরে ডাবলসে এক নম্বরে ছিলেন।
২০১৫ সালে, সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি বেঁধে টানা ৪৪টি ম্যাচ জিতেছিলেন।

ভারতের একমাত্র নারী টেনিস খেলোয়ার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জেতেন সানিয়া। তার ঝুলিতে আছে তিনটি ডাবলস ও তিনটি মিক্সড ডাবলস। মিক্সড ডাবলস ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৪ সালে ইউএস ওপেন জেতেন সানিয়া মির্জা। নারী ডাবলসে, ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জেতেন তিনি। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসেও পদক জিতেছেন সানিয়া মির্জা।

আরও পড়ুন: শুক্রবার দেশে ফিরছেন খুদে টাইগ্রেসরা

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য