Connect with us
ফুটবল

ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় সানজিদা আক্তার

Sanjida Akter East Bengal
আগামী ৩০ জানুয়ারি ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যেতে পারে সানজিদাকে। ছবি- সংগৃহীত

কলকাতায় ইস্টবেঙ্গলে যোগদানের পর থেকেই দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবলের পোস্টার গার্ল সানজিদা আক্তার। এরই মধ্যে একটি প্রীতি ম্যাচ খেললেও ইস্টবেঙ্গলের হয়ে আনুষ্ঠানিক ম্যাচ খেলতে সানজিদাকে অপেক্ষা করতে হবে ৩০ জানুয়ারি পর্যন্ত। কেননা ইন্ডিয়া উইমেন্স লিগে ক্লাবটির পরবর্তী ম্যাচ হবে সেদিনই।

স্পোর্টস ওড়িশার বিপক্ষে সেদিন নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে ইস্টবেঙ্গল। কলকাতা থেকে বাংলাদেশ দলের এই উইঙ্গার জানান, ‘আশা করি, আগামী ৩০ জানুয়ারীর ম্যাচ দিয়েই দলের হয়ে প্রথম মাঠে নামতে পারব। ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমে আমি নতুন ইতিহাস গড়তে পারব।’

সানজিদা আক্তার কেবল শুধু বাংলাদেশেরই প্রথম কোন নারী ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলে যোগ দেননি, তিনি ঐতিহ্যবাহী ক্লাবটির প্রথম নারী বিদেশী ফুটবলারও। গত মৌসুমেই নারী লিগে নাম লেখানো লাল-হলুদরা বিদেশী হিসেবে শুধু সানজিদাকেই কিনেছে। প্রীতি ম্যাচে তার পারফর্মেন্সে ক্লাবের সাবাই বেশ খুশিও।

বাংলাদেশ থেকে তার যোগদানের খবরে তাদের ভক্ত-সমর্থকদেরও অনুশীলনে ভীড় বেড়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোও তার পিছু নিচ্ছে। সানজিদা ছাড়াও আরেক বাংলাদেশি সাবিনা খাতুনও এই লিগের দল কর্ণাটক কিকস্টার্টে যোগ দিয়েছেন। তার দলের হয়ে অভিষেকও হয়ে গেছে। আগামী ৫ ফেব্রুয়ারী সানজিদা ও সাবিনার দল ইস্টবেঙ্গলের মাঠে মুখোমুখি লড়াইয়ে নামবে।

শেখ মোহাম্মদ আসলাম, ওয়াসিম ইকবাল, মোনেম মুন্না, রিজভী করীম রুমি, গোলাম গাউস, মিজান, রাকিবদের খেলা ইস্টবেঙ্গলে অনেক দিন পর কোন বাংলাদেশী ফুটবলারের পা পড়লো। তাও আবার নারী ফুটবলার হিসেবে ইতিহাস গড়ে।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় 

ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল