বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের বেশ উষ্ণ সম্পর্ক রয়েছে। এবার সেই সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ফুটবলার সানজিদা আক্তার। আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে ভারতীয় নারী লিগে ইস্ট বেঙ্গলের হয়ে প্রথম ম্যাচ খেলেছেন তিনি।
দলের প্রথম কোনো বিদেশী নারী ফুটবলার হিসেবে সানজিদা আক্তারকে বিখ্যাত ১০ নম্বর জার্সি দিয়েছে ইস্ট বেঙ্গল। ওড়িষার বিপক্ষে খেলা আজকের ম্যাচের পুরো সময়ই সানজিদা খেলেছেন। ইস্ট বেঙ্গলের নারী দলটি অবশ্য তেমন একটা শক্তিশালী না। দলটিতে ভারতীয় নারী দলের কোনো ফুটবলারই খেলে না।
দলে বাংলাদেশ তারকার অভিষেক হলো ড্রয়ের মধ্য দিয়ে। ঘরের মাটিতে ওড়িষা এফসি’র বিপক্ষে আজ গোল করতে ব্যর্থ হয় ইস্ট বেঙ্গলের খেলোয়াড়েরা। যদিও আজকের ম্যাচে সানজিদা গোল দেয়ার বেশ কিছু সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু বাকিদের ফিনিশিং ব্যর্থতায় গোল শূণ্য ড্র দিয়েই ম্যাচটি শেষ করে স্বাগতিকেরা।
এদিকে ম্যাচের যখন ৮৭ মিনিট চলে তখন প্রতিপক্ষের ফুটবলারদের সাথে বল দখলের লড়াইয়ে ভারসাম্য হারিয়ে পরে যান সানজিদা। তখন প্রতিপক্ষ ফুটবলারের বুট তার মাথায় লাগলে তিনি আহত হন। তৎক্ষণাৎ প্রথমিক চিকিৎসা নিয়ে ম্যাচের বাকি সময়ের খেলা চালিয়ে যান তিনি। সানজিদার ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের দল কিক সৃটার্টের বিপক্ষে।
আগামী ৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২ টায় ইস্ট বেঙ্গলের মাঠে মুখোমুখি হবে দল দু’টি। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার ওড়িষা এফসি। সানজিদার দল ১ ম্যাচ বেশি খেলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে ৬ নম্বরে অবস্থান করছে। সাবিনার দল কিক স্টার্ট ৭ ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে। টেবিলে তারা তিন নম্বরে আছে।
আরও পড়ুন: মেসি-সুয়ারেজের মায়ামির জালে চার গোল দিল আল হিলাল
ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৪/এমএস/এমটি