Connect with us
ক্রিকেট

রিশাদের ওভারে ৫ ছক্কা হাকিয়ে যা বললেন সঞ্জু স্যামসন

রিশাদের ওভারে সঞ্জুর পাঁচ ছক্কা। ছবি- সংগৃহীত

আচমকা কেউ যদি আগে ব্যাট করা ভারতের স্কোরবোর্ডে রানের দিকে তাকায়, তবে ধরেই নিতে পারে এটা কোন ওয়ানডে ম্যাচের রান। তবে নজর যখন পড়বে ওভারের দিকে, তখন চোখ কপালে উঠতে বাধ্য। কেননা বাংলাদেশকে পিটিয়ে ছাতু বানিয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ২৯৭ রান তুলেছে ভারত।

বিশাল এই রান সংগ্রহে ভারতীয় প্রতিটি ব্যাটার দারুন ভাবে অবদান রেখেছেন। তবে যার কথা না বললেই নয়, তিনি হলেন অসাধারণ এক সেঞ্চুরি হাকানো সঞ্জু স্যামসন। বাংলাদেশের বিপক্ষের ৪৭ বলে ১১১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি।

অসাধারণ এই ইনিংস খেলার পথে এই উইকেট রক্ষক ব্যাটার হাকিয়েছেন ৮ ছক্কা ও ১১ টি চারের মার। তবে মজার বিষয় রিশাদ হোসেনের করা এক ওভারেই ৫ ছক্কা হাঁকিয়েছেন সঞ্জু। যেখানে ইনিংসের দশম ওভারের প্রথম বল রিশাদ ডট দিলে পরের বাকি প্রতিটা বলই মাঠের বাইরে পাঠিয়েছেন এই ক্রিকেটার।

এদিকে ম্যাচ শেষে সঞ্জু বলেন, ‘গত ২ বছর ধরে আমি ভাবছিলাম ওভারে ৬ ছক্কা মারতে পারব আমি। এটা মজা করে বলা নয়, আমি এটা নিয়ে কাজ করছি আমার মেন্টর এবং কোচদের সঙ্গে। ফলে এমন কিছু করতে হবে। আমি অনুশীলন করে গেছি এটা নিয়ে এবং দারুণ কৃতজ্ঞ যে আজকে অনেকটা করে দেখাতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘পাওয়ার প্লের পর আমার মনে হয়েছে আমি সেট। আগে ব্যাট করলে আপনি জানবেন না যে কত রান দরকার এখানে। খুব ভালো উইকেট ছিল। আমি চেষ্টা করেছি যত বেশি রান নেওয়া যায়। স্পিনার যখন আসলো তখন জানতাম আমি কী করতে পারি স্পিনারদের বিপক্ষে। আমি চেষ্টা করেছি ছয় মেরে যত বেশি রান করে নেয়া যায়।’

আরও পড়ুন:

» ‘আইপিএলের নতুন নিয়মে চ্যালেঞ্জ বাড়বে বিদেশি ক্রিকেটারদের’

» ভারত সফর থেকে শিক্ষা নেয়ার কথা বললেন তাওহীদ হৃদয়

এর আগে শ্রীলঙ্কা সিরিজে পর পর দুই ম্যাচে ডাক মেরেছিলেন সঞ্জু। এরপর নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ হিসেবে এই সুযোগ কাজে লাগিয়েছেন তিনি, ‘এর আগে শ্রীলঙ্কা সিরিজে যখন পরপর দুই ম্যাচে ডাক মারলাম, তখন আমি ভাবছিলাম এরপর কি হবে? তবে তিন সপ্তাহ আগেই আমাকে নিশ্চিত করা হয়, আমি ওপেন করব। তাই প্রস্তুতির পর্যাপ্ত সময় পেয়েছি।’

এছাড়া ম্যাচ শেষে রিশাদকে সমর্থন জানিয়ে তাওহীদ হৃদয় বলেন, ‘(রিশাদকে) অবশ্যই ব্যাক (সমর্থন) করা প্রয়োজন। আপনারা বললেন রিশাদ ভালো বল করেননি, কিন্তু যদি দেখেন বিশ্বকাপে এবং প্রতিটা জায়গায় সে ভালো করে আসছে। ইন্ডিয়ার উইকেটগুলো এমন যেখানে যেকোনো দিন যেকোনো ভালো বোলারই মার খেতে পারে। টি-টোয়েন্টি রানের খেলা। ওভার-অল আমরা সবাই খারাপ করেছি।’

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট