Connect with us
ফুটবল

রোনালদোকে বসিয়ে রেখে চাকরি হারালেন সান্তোস, নতুন কোচ কে?

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- গুগল

কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। আসরে হট ফেভারিট না হলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে এ দলটিকে নিয়ে স্বপ্ন ছিল ভক্তদের। এর বিশেষ কারণ সিআর সেভেনের এটাই শেষ বিশ্বকাপ। অথচ রোনালদোকেই শেষ দুই ম্যাচের প্রথম একাদশ থেকে বাদ দিয়েছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস! দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল বলে এমন আচরণের শিকার তিনি।

এ ঘটনার পরই সান্তোসের ওপর ক্ষুব্ধ হন পর্তুগালের সমর্থকরা। এর পরই সান্তোসকে বরখাস্ত করল পর্তুগাল ফুটবল ফেডারেশন।

এদিকে বিশ্বকাপ বিদায়ের চেয়েও বড় বিতর্কে ছিল কোচ সান্তোসকে ঘিরে। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে, মরক্কোর বিপক্ষে শেষ আটের ম্যাচে রোনালদোকে প্রথম একাদশ থেকে বাদ দেন তিনি। সেদিন সুইসদের বিপক্ষে দল বড় ব্যবধানে জেতায় সে যাত্রায় সান্তোস চাপে পড়েননি। তবে মরক্কো ম্যাচে দল মুখ থুবড়ে পড়লে রোনালদোকে ম্যাচের ৫০ মিনিটে নামিয়েও শেষ রক্ষা হয়নি। আর সান্তোসের চাকরি হারানোর পেছনে এটাও অন্যতম কারণ হিসেবে মনে করছে দেশটির সংবাদ মাধ্যম।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

অপরদিকে সান্তোসের বিদায়ের পর এখন জল্পনা, কে হচ্ছেন পর্তুগালের নতুন কোচ? পর্তুগিজ গণমাধ্যম বলছে, এএস রোমার কোচ হোসে মোরিনহোকে দায়িত্বে আসতে পারেন। ক্লাব স্তরে তার সাফল্যও আকাশছোঁয়া পর্যায়ে। তবে সবচেয়ে বড় বিষয়, মোরিনহোকে জাতীয় দলের কোচিং করাতে রাজি করানো। তবে ফনসেকা, রুই জর্জ, আবেল ফেরেরা, রুই ভিতোরিয়াও কোচের তালিকায় আলোচনায় রয়েছেন।

ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল