বেঙ্গালুরুতে ২ ম্যাচের টেস্টে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এ ম্যাচে প্রথম ইনিংসে ‘গোল্ডেন ডাক’ মারা সরফরাজ খান দ্বিতীয় হাঁকালেন সেঞ্চুরি। প্রথম ম্যাচে লজ্জার রেকর্ড গড়া ভারতও ঘুঁরে দাঁড়িয়েছে দ্বিতীয় ইনিংসে।
আজ (শনিবার) ৩ উইকেট হারিয়ে ২৩১ রান নিয়ে ম্যাচের চতুর্থ দিন মাঠে নামে ভারত। এর আগে দারুণ ব্যাট করেও সেঞ্চুরি মিস করেছেন বিরাট কোহলি। ১০৩ বলে ৭০ রান করে ফিলিপসের শিকার হয়ে ফেরেন তিনি। তবে সরফরাজ আর সেই ভুল করেননি। গতকাল তিনিও ঠিক ৭০ রানেই অপরাজিত ছিলেন। আজ প্রথম সেশনেই ১১০ বলে ১৩ চার এবং ৩ ছক্কায় পৌঁছে যান তিন অংকের ম্যাজিক ফিগারে।
এর আগে বাংলাদেশ সিরিজে স্কোয়াড জায়গা পেলেও একাদশে জায়গা হয়নি সরফরাজের। এরপর ঘরোয়া টুর্নামেন্ট ইরানি কাপে ইতিহাসগড়া ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের রেকর্ডে ভাগ বসিয়ে এবার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়ে গেলেন সরফরাজ।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪০২ রানের জবাবে ভারত ব্যাট করছে ভারত। প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ভাবে ঘুঁরে দাঁড়িয়েছেন রোহিত-কোহলিরা।
আরও পড়ুন: ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে ভারতের বিরল রেকর্ড
ক্রিফোস্পোর্টস/১৯ অক্টোবর ২৪/এইচআই