ভারতীয় ক্রিকেটের এক লড়াকু চরিত্রের নাম সরফরাজ খান৷ ঘরোয়া ক্রিকেটে একের পর রেকর্ড গড়েও দীর্ঘদিন যার জায়গা হয়নি জাতীয় দলে৷ বাবা নওশাদ খান আস্ত এক ক্রিকেট উন্মাদ৷ সরফরাজ খানকে ক্রিকেটার বানাতে তাঁর লড়াইও কম ছিল না। সরফরাজের মতো ছোট ছেলে মুশির খানকেও তিনি গড়ে তুলছেন ক্রিকেটার হিসেবে৷ সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের প্রমাণ দিয়েছেন মুশির৷
নওশাদ খানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে সর্বশেষ রাজকোটে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে। এ ম্যাচেই ভারতীয় দলে অভিষেক হয় সরফরাজ খানের। দীর্ঘ লড়াইয়ের পর ছেলের জাতীয় দলের ক্যাপটা পেয়ে চোখে বেয়ে আনন্দের অশ্রু ঝরে নওশাদ খানের৷ চুমু এঁকে দেন লোগোতে।
রাজকোটে ক্যারিয়ারের প্রথম টেস্টেই নিজের ব্যাটিং শৈলী ফুটিয়ে তোলেন সরফরাজ খান৷ জাদেজার ভুলে রান আউটের ফলে সেঞ্চুরি মিস হলেও তিনি থেমেছেন ৬৬ বলে ৬২ রানের এক ঝলমলে ইনিংস খেলে৷ অবশ্য দ্বিতীয় ইনিংসেও যথারীতি হেসেছে তাঁর ব্যাট। ভারতের জয়ের দিনে ৭২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন সরফরাজ৷
ঘরোয়া ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়া সরফরাজ নিজের প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ারেও গড়েছেন এক অভিনব রেকর্ড। অভিষেক টেস্টে পরপর দুই ইনিংসে অর্ধশতক হাঁকিয়ে ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি৷ তাঁর দুই অর্ধশতকের ফলে তিনি প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারের সাথে একই তালিকায় নাম লিখিয়েছেন৷
সুনীল গাভাস্কার ছাড়াও তালিকায় আরো রয়েছেন দিলওয়ার হোসেন ও শ্রেয়াস আয়ার৷ তিনজনই অভিষেক টেস্টের দুই ইনিংসে পেয়েছেন অর্ধশত রানের দেখা। এবার তালিকায় চর্তুথ নাম হিসেবে জায়গা হয়েছে সরফরাজ খানের৷
যে কারণে সরফরাজ খানকে ব্যাট উপহার দিয়েছিলেন শাহরুখ খান
শুধু বর্তমানে নয়, এর আগেও তিনি নানা রেকর্ডের সাক্ষী হয়েছেন। মাত্র ১২ বছর বয়সে মুম্বাইয়ে অনুষ্ঠিত স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হ্যারিস শিল্ড ট্রফিতে এক বিরল রেকর্ড গড়েন সরফরাজ খান৷ ওই টুর্নামেন্টে তাঁর ব্যাট থেকে আসে ৪৯৩ রান। এর ফলে তাঁকে এবং তাঁর বাবা নওশাদ খানকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানায় বলিউডের কিংবদন্তী অভিনেতা শাহরুখ খান৷
মুম্বাইতে অবস্থিত শাহরুখ খানের বাড়ি মান্নাতে তাদের আমন্ত্রণ জানান তিনি৷ সেসময় স্কুল ক্রিকেটে এমন দারুণ পারফরম্যান্সের জন্য শাহরুখ খানের অটোগ্রাফ সংবলিত একটি ব্যাট উপহার পান সরফরাজ খান।
আরও পড়ুন: এক ওভারে ৬ ছক্কার রেকর্ড!
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি