Connect with us
ক্রিকেট

বাংলাদেশি ব্যাটারদের ‘ভীতু’ বললেন সারোয়ার ইমরান

বাংলাদেশের ব্যাটিং নিয়ে বললেন সারোয়ার ইমরান। ছবি- সংগৃহীত

ইতোমধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে দীর্ঘদিন ধরেই ভালো ফর্মে নেই বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বিশ্বকাপের একমাত্র ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে রীতিমত নাস্তানাবুদ হয়েছে নাজমুল শান্তর দল। ভারতের বিপক্ষে টাইগারদের ব্যাটিং দেখে চটেছেন সারোয়ার ইমরান।

জাতীয় দলের সাবেক এই কোচ আক্ষেপ করে বলেন, ‘জানিনা এত বিদেশি কোচ রেখে কী হচ্ছে আমাদের! ব্যাটিং আর ফিল্ডিংয়ের তো একদম যাচ্ছেতাই অবস্থা। বিশেষ করে টপ অর্ডারে কেউ রান করতে পারছে না। ফিল্ডিং ব্যাকআপও খুব খারাপ। ফিল্ডাররা দুটি ক্যাচ উঠলে একটি ফেলে দিচ্ছে। চপলতা, ক্ষিপ্রতাও চোখে পড়ছে না।

ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের অ্যাপ্রোচ দেখে ভীষণ ক্ষুব্ধ দেশের বয়োজেষ্ঠ এই কোচ। বাংলাদেশি ব্যাটারদের রীতিমত ভীতু বলেছেন তিনি। সারোয়ার ইমরান মনে করেন অর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ সিরাজের বিপক্ষে বাংলাদেশের ওপেনার ও টপঅর্ডার ব্যাটাররা ভয় পেয়ে পেয়ে খেলেছেন।

সারোয়ার ইমরান বলেন, ‘আমরা তো ভীতু। ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে দেখলাম ওপরের দিকে নতুন বলে এমনকি পাওয়ার প্লেতেও কেউ মেরে খেললো না। খেলার চেষ্টাও করলো না। দেখে মনে হলো ভারতীয় ফাস্টবোলারদের মারার সাহস নেই আমাদের টপঅর্ডার ব্যাটারদের। ওপরের দিকে কেউ হাত খুলে মারার সাহসই করলো না, আমি দেখে অবাক!’

টপ অর্ডার ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় তিনি বলেন, ‘সৌম্য, লিটন, শান্ত আর সাকিব-চার মেইন ব্যাটারই খারাপ খেলছে। কারো ব্যাটেই রান নেই। কেউ হাত খুলে খেলতে পারছে না। দীর্ঘ ইনিংসও বেরিয়ে আসছে না কারো ব্যাট থেকে। ওপরের দিকের চারজনের অবস্থা যদি এমন হয়, তাহলে ব্যাটিং ভালো হবে কী করে? একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদই ভালো খেলছে।’

প্রস্তুতি ম্যাচের পাওয়ার প্লেতেও কেউ সাহস করে খেলতে না পারার বিষয়ে সারোয়ার ইমরান বলেন, ‘মাহমুদউল্লাহ নিচের দিকে খেললো। কিন্তু ওপরের দিকে কেউ কোনো ঝুঁকিই নিলো না। সাহস করে আক্রমণাত্মক শটস খেলতে চেষ্টাও করলো না। টি- টোয়েন্টি ফরম্যাটের পাওয়ার প্লেতে এমন নেতিবাচক ও রক্ষণাত্মক অ্যাপ্রোচ, ভাবা যায়!’

ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি পেস বোলিং নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন দেশের এই কোচ। তিনি মনে করেন টাইগার পেসারদের নিয়ে যতটা উচ্চবাচ্য হয়, তারা আসলেও ততটা উন্নতি করতে পারেনি। যেই উইকেটে ভারতের পেসাররা সুইং মুভমেন্ট পাচ্ছিল, বাংলাদেশি বোলারদের বল সেখানে একদমই মুভমেন্ট করছিল না।

আরও পড়ুন: ৭৭ রানে অলআউট শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটের জয়

ক্রিফোস্পোর্টস/৪জুন২৪/এফএএস 

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট