Connect with us
ক্রিকেট

আইপিএলের মালিকানা কিনতে আগ্রহী সৌদি

IPL
আইপিএল ট্রফি। ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে ধীরে ধীরে নিজেদের মেলে ধরছে সৌদি আরব। খেলাধুলায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে সৌদি। ফুটবল,গলফ, বক্সিংয়ে শুরু হয়েছে তাদের পদচারণা। ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র এবং করিম বেঞ্জেমার মত তারকা ফুটবলাররা সৌদি ক্লাবের হয়ে খেলছেন। সৌদি আরবে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ক্রিকেট পাড়ায় এখনও পা রাখতে পারেনি তারা। এই জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিনিয়োগ করতে চায় তারা।

গত বছর থেকেই আইপিএলে বিনিয়োগ করতে আগ্রহী দেখাচ্ছে সৌদি আরব। সৌদি আরবের সরকার টুর্নামেন্টে ৪২,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল। এই জন্য তারা টুর্নামেন্টে মালিকানার একটি অংশ নিজেদের হাতে রাখতে চেয়েছিল তারা। গত বছরই সৌদি সরকার ভারতীয় বোর্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছিল। সৌদি প্রস্তাব দিয়েছিল বিনিয়োগের পাশাপাশি এই এই লিগকে বিশ্ব জুড়ে আরও ছড়িয়ে দেওয়ার কাজও করবে তারা।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সৌদির প্রস্তাবে রাজি হয়নি। কেননা আইপিএলে নিজেদের আধিপত্য ছাড়তে চায়না বিসিসিআই। এছাড়াও বিসিসিআই-এর আয়ের একটা বড় অংশ আসে আইপিএল থেকে। সেই অর্থ ব্যয় করে কাজে ঘরোয়া ক্রিকেটে। ভারতের ক্রিকেটের পরিকাঠামো উন্নতির বড় ভূমিকা পালন করে এই অর্থ।

আরও পড়ুন: স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

গত রবিবার বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদির মালিকানা কেনার বিষয়ে কথা উঠে। এই বিষয়ে বোর্ডের এক কর্তা বলেন, “যখনই বৈঠকে এই বিষয় নিয়ে কথা হয় তখন সবাই একবাক্যে স্বীকার করে নেন, বোর্ডের দীর্ঘকালীন স্বার্থে এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে কোনও ভাবেই আইপিএলের মালিকানা কোনও বেসরকারি সংস্থার হাতে না যায়।”

সে সভায় বলা হয়, বিসিসিআই একটি স্বশাসিত সংস্থা। এটি কোনো ব্যক্তি বা সংস্থার হাতে নেই। বোর্ড পরিচালনা করার জন্য একটি সংগঠন রয়েছে। অর্থাৎ বোর্ড ‘সোসাইটি’। আইপিএল-সহ বোর্ডের কোনও প্রতিযোগিতাই বেসরকারি সংস্থার হাতে দেওয়া হবে না। বোর্ড সোসাইটির হাতেই সব মালিকানা থাকবে।

ক্রিফোস্পোর্টস/০৩ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট