সৌদি প্রো লিগ নাকি মেজর লিগ সকার–কোনটি সেরা? বর্তমানে ফুটবলের আলোচনা টেবিলে এ যেন এক চর্চিত বিষয়৷ সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালোদো এ প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবে,’সৌদি আরবের লিগ এমএলএস থেকে ভালো। এখানে সব খেলোয়াড়রা আছে। এক বছরের মধ্যে আরও সেরা খেলোয়াড়রা সৌদিতে আসবে।’ রোনালদোর এমন উত্তরের পর দুই লিগের কোনটি সেরা, তা নিয়ে ফুটবল প্রেমিদের মধ্যে জোর আলোচনা চলছে৷ কেউবা এমএলএস-কে এগিয়ে রাখছেন, আবার কেউ রায় দিচ্ছে সৌদি প্রো লিগের পক্ষে৷
তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এক যুগেরও বেশি সময় ধরে ফুটবল ইতিহাসে একের পর এক রেকর্ড গড়েছেন দুজনেই৷ নিজেদের ক্লাব ইতিহাসেরও অন্যতম সেরা খেলোয়াড়ের তকমাও তাদের ঝুলিতে। ক্যারিয়ারের গৌধূলি বেলায় তারা ইউরোপিয়ান ফুটবল ছেড়ে পাড়ি জমিয়েছেন তুলনামূলক নিচু সারির লিগে।
পছন্দের তালিকায় রোনালদো এশিয়ান ফুটবলকে বেছে নিলেও, মেসির পছন্দ আমেরিকা৷ দুজনেই দুই মেরুর ক্লাবে ইতোমধ্যে দ্যুতি ছড়াতে শুরু করেছেন। একটা সময় মেসি-রোনালদোর ক্লাব বার্সেলোনা ও রিয়াল– কোনটি সেরা এ নিয়েও তর্ক-বিতর্ক কম হয়নি৷ তবে এবার ক্লাব নয়, পুরো লিগকে ঘিরেই আলোচনা চলছে ফুটবল প্রেমিদের মাঝে৷
সৌদি প্রো লিগ না এমএলএস– কোনটি সেরা?
একসময় ইউরোপিয়ান ফুটবলে আলো ছড়ানো অনেক বড় নামদের দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাব৷ বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে আল-নাসের দলে ভেড়ানোর পর সৌদির ক্লাব ফুটবলের আমূল পরিবর্তন ঘটে৷ রোনালদোর পথ ধরে একে একে সৌদিতে পাড়ি জমায় করিম বেনজেমা, নেইমার, রুবেন নেভেস, অ্যামেরিক লোপোর্ত, রবার্তো ফিরমিনোসহ আরো অনেক বড় নাম। ফলে সৌদি প্রো লিগ নিয়েও মানুষের আগ্রহ বাড়তে শুরু করেছে৷
তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এমএলএসে৷ লিওনেল মেসি ব্যতীত অন্য কোনো বড় নাম নেই দলটিতে৷ তবে সম্প্রতি মেসির ক্লাব ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন বার্সার সাবেক তারকা সার্জিও বুস্কেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। ফলে বর্তমানে কিছুটা হলেও তারকা টানছে এমএলএস। তবে তারকাদের আকৃষ্ট করতে সামগ্রিকভাবে সৌদি প্রো লীগের তুলনায় এখনো পিছিয়ে এমএলএস৷ যদিও একটা সময় এ লিগে খেলেছেন ফুটবল ইতিহাসের বিখ্যাত তারকারা৷ ডেভিড বেকহ্যাম, ডেভিড ভিলা, ওয়েন রুনি, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতো তারকারা৷
ফুট দ্যা বল শীর্ষক ওয়েবসাইটের তথ্য মতে, শুধু তারকা দিয়েই একটি লিগকে সেরা বলা যায় না, এক্ষেত্রে লিগটি কতোটা মানসম্পন্ন দেশিয় খেলোয়াড় উৎপাদন করছে সেদিকও দেখতে হবে৷
চীনা সুপার লিগেও অত্যধিক অর্থের ঝনঝনানি দেখা যায় এবং বড় তারকাদেরও দলে ভিড়েয়েছে তারা৷ কিন্তু এতে সেরা লিগের সমপর্যায়েও যেতে পারেনি চাইনিজ সুপার লিগ। এমএলএস বর্তমানে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরিতে নজর দিয়েছে৷ যা পরবর্তীতে জাতীয় দলেও বড় সম্পদ হিসেবে পরিগণিত হবে৷
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দলও আর্ন্তজাতিক অঙ্গণে যথেষ্ট শক্তিশালী দল হিসেবে গড়ে ওঠেছে৷ যার মূল কারণ তৃণমূল পর্যায়ে নজর দেওয়া৷ এর আগে দলটির ক্রিস্টিয়ান পুলিসিক ও ওয়েস্টোন ম্যাককেনিদের তারকারা পরবর্তীতে ইউরোপের বিভিন্ন ক্লাবে আলো ছড়িয়েছে৷ এদিক থেকে পিছিয়ে সৌদি প্রো লিগ। তৃণমূল পর্যায়ে থেকে তারকা তৈরি না করে বিভিন্ন ইউরোপিয়ান ক্লাব থেকে তারকাদের দল ভেড়াচ্ছে সৌদি ক্লাবগুলো৷ ফলে সামগ্রিকভাবে নামে সেরা হলেও গুণে পিছিয়ে রয়েছে সৌদি প্রো লিগ।
আরও পড়ুন: কারাবাও কাপ: চ্যাম্পিয়ন লিভারপুল কত টাকার প্রাইজমানি পেল?
ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি