ইউরোপিয়ান ফুটবলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সৌদি প্রো লিগ। ইউরোপ থেকে একে একে নামকরা তারকাদের দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে করিম বেনজেমা, সাদিও মানে, নেইমার কিংবা রুবেন নেভেস৷ ইউরোপের শীর্ষে লিগে খেলা এমন অসংখ্য তারকাদের দলে ভিড়িয়েছে তারা৷
কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিকেও ট্রান্সফার ইতিহাসের রেকর্ড পরিমাণ অর্থের অফার দিয়েছে সৌদি ক্লাবগুলো৷ তবে সেই ডাকে সাড়া দেয়নি মেসি-এমবাপ্পে।
যে নিয়মে চলে সৌদি প্রো লিগের ম্যাচ-
সৌদি প্রো লিগে সর্বমোট ১৮টি দল ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে অংশগ্রহণ করে৷ হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে প্রতিটি দল একে অপরের সাথে ম্যাচে অংশগ্রহণ করে। এক মৌসুমে লীগের প্রত্যেকটি দল প্রায় ৩৪টি ম্যাচ খেলে থাকে৷
মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি চলে যায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগে৷ তালিকার তিনে থাকা দলকে পাড়ি দিতে প্লে-অফের বাধা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা তিন দল রেলিগেট হয়ে লিগের দ্বিতীয় স্তরে অবনতি হয়৷
সৌদি প্রো লিগে খেলছে যেসব দল-
আল-হিলাল, আল-নাসের, আল-ইত্তিহাদ, আল-ইত্তিফাক, আল-আহলি, আল-ফাইয়া, আল-হাজেম, আল-খালিজ, আল-রাইদ, আল-রিয়াদ, আল-শাবাব, আল-ওখদুদ, আল-তাই, আল-ওয়াহাদা, আল-তা’য়ুন, আল-ফাতেহ, আবহা ও দামাক।
যাদের ঝুলিতে সবচেয়ে বেশি শিরোপা-
সৌদি প্রো লিগের সবচেয়ে বেশি সাফল্যের দেখা পেয়েছে আল-হিলাল৷ দলটি টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮টি শিরোপা জিতেছে। তাদের আশেপাশেও নেই অন্য কোনো ক্লাব৷
রোনালদো-সাদিও মানের আল-নাসের ও করিম বেনজেমার আল-ইত্তিহাদ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৯টি শিরোপা জিতেছে৷ ২০২২-২৩ মৌসুমে নুনো এসপারিতো সান্টো’র অধীনে নিজেদের নবম শিরোপা জয়লাভ করেছে আল-ইত্তিহাদ।
টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ শিরোপা আল-শাবাবের৷ দলটির জয়লাভ করেছে ৬টি শিরোপা। অন্যদিকে আল-আহলি ৪টি, আল ইত্তেফাক ২টি ও আল-ফাতেহ’র রয়েছে ১টি শিরোপা৷
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ: সবচেয়ে বেশি শিরোপা কাদের ঝুলিতে?
ক্রিফোস্পোর্টস/২৬ফেব্রুয়ারি২৪/টিএইচ/এমটি