Connect with us
ফুটবল

২০৩০ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে সৌদির ইউটার্ন, কারণ জানা গেল

Saudi Utern in the race to host the 2030 World Cup
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের দৌড় থেকে সড়ে দাড়ালো সৌদি আরব। ছবি- গুগল

আরবের বুকে কাতার বিশ্বকাপের বর্ণিল আয়োজনে মুগ্ধ সৌদির বাসনা ছিল এমন একটি আসর নিজেদের দেশে করার। আরব মোড়ল বলে কথা। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে আটঘাট বেঁধে নামে সৌদি আরব। প্রয়োজনে আসরটি যৌথভাবে আয়োজনে গ্রীস ও মিশরকেও সঙ্গী করেছিল তারা।

শুধু তাই নয়, সেই লক্ষ্যে ঘরোয়া লিগকে ঢেলে সাজাতে ও বিশ্ব ফুটবলের দৃষ্টি আরবের বুকে ফেরাতে ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমার মতো ফুটবল মহাতারকাদের ঘরের মাঠে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের সম্পদশালী দেশটি।

এমন হাঁকডাকে কে ভেবেছিল দৃষ্ট পটে পরিবর্তন আসবে? সবাইকে অবাক করে হলোও তাই। ২০৩০ ফুটবল বিশ্বকাপ আয়োজনের দৌড়ে ইউটার্ন নিয়েছে সৌদি। ইতোমধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ গ্রীস ও মিশরকে জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, অবকাঠামো নির্মাণ এবং অন্যান্য প্রস্তুতিতে দেশটি এখনো প্রস্তত নয়। এছাড়া বিশ্বকাপ আয়োজন করতে হলে যে ধরণের প্রস্তুতি নিতে হয়, এখন শুরু করলেও এই সময়ের মধ্যে তা সম্পন্ন করা কঠিন। সে কারণে আয়োজক হওয়ার প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এদিকে সৌদির সরে যাওয়ায় দুয়ার খুলেছে স্পেন, পর্তুগাল ও মরক্কোর জন্য। এই তিন দেশের যৌথ ২০৩০ বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা বেড়ে গেছে। আগামী সেপ্টেম্বরে জানা যাবে ২০৩০ বিশ্বকাপের আয়োজক দেশের নাম।

আরও পড়ুন: হ্যাটট্রিক জয়ে ফুটসাল টুর্নামেন্টের সেমিতে আর্জেন্টিনার যুবারা

ক্রিফোস্পোর্টস/২৪জুন২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল