ইউরো চ্যাম্পিয়নশীপ নাকি কোপা আমেরিকা- উয়েফা ও কনমেবলের এই দুই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের মধ্যে কোনটি সেরা, এ নিয়ে ফুটবল সমর্থক থেকে শুরু করে খেলোয়াড়-কোচরাও দুইভাগে বিভক্ত। অনেকে বলছেন কোপা আমেরিকা সেরা, আবার অনেকের মতে ইউরো সেরা।
সম্প্রতি ইউরো টুর্নামেন্টকে বিশ্বকাপের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তার মতে, বিশ্বকাপের চেয়ে ইউরো বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যা নিয়ে ফুটবল অঙ্গণে অনেকে আলোচনা চলেছে। এবার এ নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। কোন টুর্নামেন্ট সেরা তার নিয়ে কোনো মন্তব্য করেননি এই আর্জেন্টাইন। তার মতে নিজ নিজ জায়গা থেকে দুটো টুর্নামেন্টই সেরা।
আগামীকাল কানাডার বিপক্ষে সেমিফাইনালে আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে কথা বলেন স্কালোনি। তিনি বলেন, ‘আমার মনে হয় না একটা প্রতিযোগিতা থেকে আরেকটা বেশি কঠিন। দুই টুর্নামেন্টেই অনেক ভালো ভালো দল অংশগ্রহণ করে। ভালো ভালো দলগুলো সেমিফাইনালে উত্তীর্ণ হচ্ছে, ইউরোর যে দলগুলোর বিপক্ষে আমরা বিশ্বকাপের সেমিতে খেলেছি। কিন্তু এর মানে এই নয় যে, আমরা ইউরোতে গিয়ে সেগুলো জিতে আসতে পারবো, অথবা জিততেও পারি।’
আরও পড়ুন:
» উইম্বলডনে ঘটল নজিরবিহীন ঘটনা, কী করলেন নোভাক জোকোভিচ?
» বিশ্ব ফুটবলে ব্রাজিলের দুরবস্থার নেপথ্যে যেসব কারণ
এসময় তিনি ইউরোপের দলগুলোকে কোপায় খেলার আমন্ত্রণ জানান। পাশাপাশি কোপার দলগুলোকেও ইউরোতে খেলার প্রস্তাব রেখেছেন, ‘আমি মনে করি দুই টুর্নামেন্টই সমান কঠিন এবং আমি ইউরোপিয়ান দলগুলোকে কোপা আমেরিকায় খেলার প্রস্তাব জানাই, তেমনি কোপার দলগুলোকেও ইউরোতে খেলার আমন্ত্রণ জানানো উচিত।’
এবারের কোপা আমেরিকায় কনকাফ থেকে ৬ টি দল অংশগ্রহণ করেছে। ফলে এর প্রতিদ্বন্দ্বিতা আগের তুলনায় আরো বেড়েছে। কনকাফ থেকে প্রথমবার অংশ নিয়েই সেমিফাইনালেও পা রেখেছে কানাডা।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৪/বিটি