Connect with us
ফুটবল

২০২৪ সাল পর্যন্ত মেসিদের ডাগআউটেই থাকছেন স্কালোনি

Scaloni will be in Messi's dugout in the upcoming Copa America
আসন্ন কোপা আমেরিকা পর্যন্ত মেসিদের দায়িত্বে থাকবেন স্কালোনি। ছবি- সংগৃহীত

কয়েক মাস আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি শীঘ্রই আলবিসেলেস্তেদের দায়িত্ব ছাড়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। তবে এমন সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন তিনি। এমনটাই দাবি করছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। মুন্ডো আলবিসেলেস্তের খবর, ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলকে সামলানোর কথা নিশ্চিত করেছেন স্কালোনি। 

নিজ দেশকে ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জেতানোর পর এই কোচ জানিয়েছিলেন, জাতীয় দলে নিজের ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিত নন তিনি। মাঝে এমন গুঞ্জনও ডাল-পালা মেলেছিল যে, ২০২৪ সালের আগেই দায়িত্ব থেকে সড়ে দাঁড়াতে পারেন তিনি। এমনকি বিষয়টি নিয়ে দলের অধিনায়ক মেসির সাথেও বেশ কয়েকবার আলোচনায় বসেছেন স্কালোনি।

মেসির পাশাপাশি স্কালোনির সাথে এএফএ-র সভাপতি তাপিয়াও আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। এবারে ফুটবলে দলবদলের জন্য সবচেয়ে বিশ্বস্ত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করলেন, তাপিয়ার সাথে এই ইস্যুটি নিয়ে বৈঠক করেছেন লিওনেল স্কালোনি। আর এই আলোচনা শেষে স্কালোনি নিশ্চিত করেছেন, আগামী কোপা আমেরিকা পর্যন্ত দলের দায়িত্ব তিনিই সামলাবেন। কোপা শেষ হওয়ার পর ভবিষ্যত নিয়ে চিন্তা করবেন৷

টিওয়াই স্পোর্টসের খবর, লিওনেল স্কালোনি ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে থাকবেন। বিষয়টি কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

লিওনেল স্কালোনি প্রথম আলবিসেলেস্তেদের দায়িত্ব কাঁধে নেন ২০১৮ সালে। এরপর তার হাত ধরেই আর্জেন্টিনার দীর্ঘ দিনের শিরোপা খরা ঘুচেছে। ২০২১ সালে কোপার চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালে জিতেছে বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি। এবার স্কালোনির হাত ধরেই লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি ধরে রাখতে চাইবে মেসি-মার্টিনেজরা।

আরও পড়ুন: ফিফা বেস্ট ২০২৩: মেসি ছাড়া অন্যান্য পুরস্কার পেলেন যারা 

ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল