Connect with us
ফুটবল

স্কালোনির দল ছাড়তে চাওয়ার কারণ মেসির সঙ্গে দূরত্ব?

Messi-Scaloni Crifo
লিওনেল মেসি এবং লিওনেল স্কালোনি। ছবি- সংগৃহীত

কিছু দিন আগেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা যা কিনা ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসেরই নিজ মাঠে প্রথম হার। ম্যাচ জিতে মাঠেই উল্লাস করতে থাকে বিশ্বকাপ জয়ী দলের ফুটবলাররা। কিন্তু সেই আনন্দ খানিক পরেই ম্লান হয়ে যায়।

আর্জেন্টিনার জয়ের আনন্দে ভাটা পড়ার কারণ দেশটিকে গত বছর বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির দল ছাড়ার ইঙ্গিত দেয়ায়। পরে এ নিয়ে আরও চমকপ্রদ তথ্য দিয়েছে গোল ডটকম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা এ্যাথলেটিক এর বরাতে গোল ডটকম জানায়, স্কালোনির আর্জেন্টিনার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কারণ জাতীয় দলেরই একজন তারকা ফুটবলার।

কিছু দিন আগে মারাকানায় অনুষ্ঠিত ব্রাজিল-আর্জেন্টিনা বাছাইপর্বের ম্যাচে রণক্ষেত্রে পরিণত হয় মারাকানার এক পাশের গ্যালারি। দুই দলের সমর্থকরা ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাধ্য হয়ে সমর্থকদের উপর পুলিশ লাঠি চার্জ করে। সে সময় নিজ দলের সমর্থকদের প্রতি সমর্থন জানিয়ে দল নিয়ে মাঠ থেকে বের হয়ে যান দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর এই বিষয়টি নিয়েই দলের অধিনায়কের সঙ্গে স্কালোনির দূরত্বের শুরু।

ব্রিটিশ সংবাদমাধ্যম গোল ডটকমের মতে, মেসি-স্কালোনির মধ্যকার বিবাদের মূল কারণ এটাই। স্কালোনির থেকে অনুমতি ব্যতীত নিজ ইচ্ছাতেই দল নিয়ে মাঠ ছাড়ায় মেসির প্রতি ক্ষুব্ধ হন আলবিসেলেস্তে কোচ। তেমনি ম্যাচ শেষে ড্রেসিংরুমে উপস্থিত সব ফুটবলারের সামনে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ব্যাপারে স্কালোনির গৃহীত সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়ার বিষয়টিও ভালো ভাবে নেননি আর্জেন্টাইন কাপ্তান। এতে স্কালোনির উপর মেসিরও ক্ষোভের সঞ্চার হয়েছে।

এরই মাঝে নতুন গুঞ্জন আবির্ভাব হয়েছে, লিওনেল স্কালোনি জাতীয় দলের দায়িত্ব ছাড়লে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ম্যানেজারের দায়িত্ব নিতে পারেন। কার্লো আনচেলত্তির রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলের ম্যানেজার হওয়ার জোড় গুঞ্জন রয়েছে৷ এমনটা হলে স্কালোনিকে ক্লাবের দায়িত্ব দিতে পারে রিয়াল মাদ্রিদ। যদিও উল্লেখিত কোন বিষয়ই এখন পর্যন্ত চূড়ান্ত নয়।

আরও পড়ুন: দিনভর বৃষ্টি ভাসিয়ে নিল ঢাকা টেস্টের দ্বিতীয় দিন

ক্রিফোস্পোর্টস/০৭ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল