সবশেষ কাতার বিশ্বকাপে নিজেদের ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরার আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আসরের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গেলেও বাকি ম্যাচগুলোতে দুর্দান্ত খেলে শিরোপা জিতে ঘরে ফেরে আলবিসেলেস্তেরা। আর মেসিদের এই ঐতিহাসিক শিরোপা জয় যার অধীনে এসেছে তিনি হলেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও বর্তমান কোচ লিওনেল স্কালোনি।
এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডের ম্যাচ বাই ম্যাচ পরিবর্তিত ফুটবল ট্যাকটিক্স খুঁজে পেতে হিমশিম খেতে হয়েছে প্রতিপক্ষ দলগুলোর। তবে এবার নিজে থেকেই বিশ্বকাপের একাধিক ম্যাচে নিজেদের ট্যাকটিক্স ফিফাকে দিলেন স্কালোনি।
পুরো আসর জুড়ে আলবিসেলেস্তেদের সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচ ছিল দুইটি। একটি নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে, অপরটি ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। দুই ম্যাচেই এক পর্যায়ে হারের দ্বারপ্রান্ত থেকে পেনাল্টি শুটআউটে ম্যাচ জিতে নেয় লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি। এই দুই ম্যাচে করা ট্যাকটিকাল নোটই এবার ফিফাকে দিলেন লিওনেল স্কালোনি। ফিফার মিউজিয়ামে ইতোমধ্যেই সে সকল নোট উন্মুক্ত করে দেয়া হয়েছে যেন দর্শনার্থীরা তা দেখতে পারে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের ভাষ্য, আর্জেন্টিনার এই দুই ম্যাচের জয়কে বিশ্বকাপ ইতিহাসের সেরা দুই ম্যাচের স্মৃতি হিসেবে ধরে রাখতেই স্কালোনি এমন উদ্যোগ নিয়েছেন। নিজের এমন কৌশল প্রকাশ করার কারণ, যেন মিউজিয়ামে আসা দর্শনার্থীরা বিশ্বকাপ ইতিহাসের সেরা দুই ম্যাচে আর্জেন্টিনার কৌশল দেখতে পারে।
সম্প্রতি স্কালোনির আলবিসেলেস্তেদের দায়িত্ব ছেড়ে দেয়ার জোড় গুঞ্জন শোনা গিয়েছিল। তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য স্বস্তির বিষয়, আসন্ন ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত দলের ডাগআউটে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই মাস্টারমাইন্ড।
আরও পড়ুন: এবার রিয়ালের জালে এক হালি গোল দিল বার্সেলোনা
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৪/এমএস/এমটি