আমাগী ২১ জুন থেকে শুরু হচ্ছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তার আগে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে যুক্তরাষ্ট্রের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
আগামী ৯ জুন প্রথম প্রীতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল মেসিরা। এই ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ১৪ জুন অপর ম্যাচটিতে গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে।
কোপা আমেরিকার সবশেষ আসরে ২০২১ সালে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাপিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে অনেকটাই অপ্রতিরোধ্য দলটি। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এখনও দারুণ ছন্দে রয়েছে মেসি-ডি পলরা। তাই এবারের কোপার শিরোপাটিও নিজেদের করে নিতেই লড়বে লিওনেল স্কালোনির দল।
আর আসর শুরু হওয়ার আগে নিজেরকে ঝালিয়ে নিতেই এই দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে শক্তিমত্তার বিচারে দুটো দল থেকেই অনেকটা এগিয়ে আলবিসেলেস্তেরা।
আগামী ২১ জুন আর্জেন্টিনা-কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। যার আয়োজক যুক্তরাষ্ট। এই আসরে ৪টি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। যেখানে কনমেবল থেকে ১০ টি এবং কনকাফ থেকে ৬টি দল খেলবে।
আরও পড়ুন: মেজর লিগে শাহরুখ খানের দলে যোগ দিলেন সাকিব
ক্রিফোস্পোর্টস/১৭মে২৪/বিটি