Connect with us
ফুটবল

২০২৪ সালে ব্রাজিল ও আর্জেন্টিনার সকল ম্যাচের সময়সূচি

Brazil and Argentina
মার্চে মাঠে নামবে ব্রাজিল এবং জুনে আর্জেন্টিনা। ছবি- সংগৃহীত

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে ২০২২ সালটা শেষ করেছিল ব্রাজিল। তবে ২০২২ সালের হতাশা ২০২৩ সালেও বয়ে নিয়ে আসে সেলেসাওরা। ২০২৩ সালে ফুটবলে একটি ব্যর্থ বছর কাটিয়েছে ব্রাজিল। ফিফার র‍্যাঙ্কিংয়েও অবনতি হয়ে পাঁচে নেমে এসেছে নেইমাররা।

তবে এই দিক থেকে পুরোপুরি বিপরীত লাতিনের আরেক দেশ আর্জেন্টিনা। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালেও ফুটবলে দারুণ একটি বছর কাটিয়েছে মেসিরা। বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আলবিসেলেস্তেরা।

জুনে মাঠে গড়াবে কোপা আমেরিকা। তাই এ নতুন বছরটি দুই দলের জন্যই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর কোপা আমেরিকার মধ্য দিয়েই এবছর প্রথমবারের মতো মাঠে নামবে আর্জেন্টিনা। তবে মার্চে ইংল্যান্ডের সাথে প্রীতি ম্যাচ দিয়েই নতুন বছরের প্রথম ম্যাচটি খেলবে ব্রাজিল।

Copa América 2024 draw: USMNT gets Uruguay, Panama and Bolivia in Group C

এ বছরের কোপা আমেরিকাতে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ খেলবে দুদল। ছবি- ফিলাডেলফিয়া

আগামী ২৩ মার্চ প্রীতি ম্যাচের ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। আর ৮ জুন খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। ২১ জুন ভোর ছয়টায় নতুন বছরের প্রথম খেলা শুরু করবে আর্জেন্টিনা। যদিও ওই ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ হয়নি এখনো। প্লে-অফ খেলে এ গ্রুপে ঠাই পাওয়া দলের বিরুদ্ধে খেলবেন মেসিরা।

Brazil vs Croatia at FIFA World Cup 2022: Know match start time and live streaming schedule

ব্রাজিলের এই ছন্দময় দলকে এ বছন দেখা যাবে কীনা, তা দেখতে হলে অপেক্ষায় থাকতে হবে তাদের মাঠে নামা পর্যন্ত। ছবি- অলিম্পিকস ডটকম

এক নজরে ব্রাজিল ও আর্জেন্টিনার ২০২৪ সালের ম্যাচের সময়সূচি:

ব্রাজিলের সময়সূচি 

প্রীতি ম্যাচ

২৩ মার্চ, ২০২৪ ইংল্যান্ড বনাম ব্রাজিল
৮ জুন, ২০২৪ মেক্সিকো বনাম ব্রাজিল

কোপা আমেরিকা

২৪ জুন, ২০২৪ ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী
২৮ জুন, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিল
২ জুলাই, ২০২৪ ব্রাজিল বনাম কলম্বিয়া

ব্রাজিলের নকআউটে ওঠার সাপেক্ষে* 

৬ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল
১০ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা সেমিফাইনাল
১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪* তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ 

৫ সেপ্টেম্বর, ২০২৪ ব্রাজিল বনাম ইকুয়েডর
১০ সেপ্টেম্বর, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিল
১০ অক্টোবর, ২০২৪ চিলি বনাম ব্রাজিল
১৫ অক্টোবর, ২০২৪ ব্রাজিল বনাম পেরু
১৪ নভেম্বর, ২০২৪ ভেনিজুয়েলা বনাম ব্রাজিল
১৯ নভেম্বর, ২০২৪ ব্রাজিল বনাম উরুগুয়ে

আর্জেন্টিনার সময়সূচি

কোপা আমেরিকা 

২০ জুন, ২০২৪ আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী
২৫ জুন, ২০২৪ চিলি বনাম আর্জেন্টিনা
২৯ জুন, ২০২৪ আর্জেন্টিনা বনাম পেরু

আর্জেন্টিনার নকআউটে ওঠার সাপেক্ষে* 

৪ জুলাই/৫ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল
৯ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা সেমিফাইনাল
১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪* তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ

৫ সেপ্টেম্বর, ২০২৪ আর্জেন্টিনা বনাম চিলি
১০ সেপ্টেম্বর, ২০২৪ কলম্বিয়া বনাম আর্জেন্টিনা
১০ অক্টোবর, ২০২৪ ভেনিজুয়েলা বনাম আর্জেন্টিনা
১৫ অক্টোবর, ২০২৪ আর্জেন্টিনা বনাম বলিভিয়া
১৪ নভেম্বর, ২০২৪ প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা
১৯ নভেম্বর, ২০২৪ আর্জেন্টিনা বনাম পেরু

ইউরোপের গণ্ডি পেরিয়ে আমেরিকার ফুটবল মাতাচ্ছেন মেসি। জাতীয় দলের জার্সিতে তিনি এখনো ফুরিয়ে যাননি। মাঠে নামলে নিরাশ করছেন না ভক্তদের। অন্যদিকে ব্রাজিলের পোস্টারবয় নেইমার রয়েছেন ইনজুরিতে। ঠিক কবে নাগাদ নেইমার মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। তাই কোপায় নেইমারের দেখা মিলবে কীনা তা জানানো যাচ্ছে না।

Key match-ups in World Cup final between Argentina and France | Reuters

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর থেকেই উড়ছে আর্জেন্টিনা দল। ছবি- রয়টার্স

আরও পড়ুন: মেসির ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠাবে আর্জেন্টিনা!

ক্রিফোস্পোর্টস/০১জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল