Connect with us
ক্রিকেট

এবারের আপিএলে একনজরে প্লে-অফ ও ফাইনালের সূচি

ছবি- গুগল

আবারের আইপিএলে সেরা চার দলে সর্বশেষ যুক্ত হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এর আগে প্লে-অফ নিশ্চিত করা অন্য তিন দল হলো গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস।

টেবিল তালিকায় দেখা গেছে, ১৪ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে গুজরাট। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চেন্নাই। তিন নম্বরে থেকে এলিমিনেটরের টিকিট পেয়েছে লখনউ।

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্বের খেলা।

এদিকে শীর্ষ দুদল খেলবে প্রথম কোয়ালিফায়ার। গুজরাট ও চেন্নাই এ ম্যাচে মুখোমুখি হবে। এতে যারা জয় পাবে, তারাই চলে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দলের সুযোগ থাকবে ফাইনালে যাওয়ার।

তালিকার তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। এতে মুখোমুখি হবে লখনউ ও মুম্বাই। সেই ম্যাচে যে দল জিতবে তারা চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। সেখানে প্রথম কোয়ালিফায়ারের হারা দলের মুখোমুখি হবে। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে যাবে।

একনজরে প্লে-অফ ও ফাইনালের সূচি:

প্লে-অফ:
২৩ মে: কোয়ালিফায়ার-১, গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিংস।

২৪ মে: এলিমিনেটর, লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ানস।

২৬ মে : কোয়ালিফায়ার-২, এলিমিনেটরের জয়ী দল বনাম কোয়ালিফায়ার -১ হারা দল।

ফাইনাল:
২৮ মে: কোয়ালিফায়ার-১ জয়ী দল বনাম কোয়ালিফায়ার-২ জয়ী দল। ভেন্যু-আহমেদাবাদ।

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট