Connect with us
ক্রিকেট

বাংলাদেশকে নিয়ে কটাক্ষ, রীতিমত অপমান করলেন শেবাগ

Virender Sehwag talk about Bangladesh India match
বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে কথা বললেন শেবাগ। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই দেশ ছেড়েছিল টাইগাররা। তবে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে বাজেভাবে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচ হারলেও এদিন প্রাপ্তি হিসেবে সমীহ জাগিয়েছেন তাওহীদ হৃদয়-জাকের আলীরা। যার কৃতিত্ব দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও।

তবে প্রতিবারের মতো এবারও বাংলাদেশকে কটাক্ষ করতে বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া করলেন না বীরেন্দ্র শেবাগ। এদিন যেন চূড়ান্তভাবে টাইগার ক্রিকেটারদের অপমানে ভাসিয়েছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। তার বক্তব্য অনুযায়ী ক্রিকেটে যেন বাংলাদেশকে গোনায় ধরে না ভারত।

গতকাল ম্যাচ শেষে এক অনুষ্ঠানে বীরেন্দ্র শেবাগ বলেন, ‘আমার মনে হয় না কেউ ভয় পেয়েছিল। এটা বাংলাদেশ, তোমরা এত প্রশংসা করছো! জানি না তোমরা আমার ভেতর এমন ভয় ধরিয়ে দিচ্ছো যে আমরা না জানি কার সঙ্গে খেলছি। বাংলাদেশের বিপক্ষে খেলতেও এতো ভয় লাগে নাকি, যতটা তোমরা এখানে বসিয়ে ধরিয়ে দিচ্ছো।’

আরও পড়ুন:

» মাঠে নামার আগে চ্যাম্পিয়ন হওয়ার বার্তা দিল আফগানিস্তান

» চোট কাটিয়ে পরের ম্যাচে খেলবেন কিনা জানালেন হৃদয়

বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে জয় নিয়ে কোন সংশয় ছিল না ভারতের তেমনটাই উল্লেখ করেন তিনি, ‘এটা বাংলাদেশ; অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয় যে খানিকটা আনপ্রেডিক্টেবল। আমার মনে হয় না কোনো সমর্থকের মনের মাঝে ১ শতাংশ সংশয় ছিল। আমি এটা মানি না। আমারই যদি এমন ভাবনা না হয় তাহলে সমর্থকদের কই থেকে আসবে।’

জাকের আলী লোকেশ রাহুলের ক্যাচ না ছাড়লে ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারতো কিনা তেমন আলোচনাও কোন সুযোগ দিলেন না বাংলাদেশকে। তখনও ভারতের জয়ের জন্য ৭০ রান প্রয়োজন থাকলেও হার্দিক পান্ডিয়া ও জাদেজাকে নিয়ে আত্মবিশ্বাস ছিলেন শেবাগ। এমনকি বাংলাদেশের জন্য কুলদীপ যাদবই যথেষ্ট ছিল মন্তব্য করেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার।

উল্লেখ, এদিন আগে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয়ের হার না মানা সেঞ্চুরি ও জাকের আলীর ফিফটিতে লড়াই করার মত ২২৮ রানের পুঁজি পায় টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় ভারত। মাঝে দ্রুত চার উইকেট হারালেও ২১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় তারা।

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট