Connect with us
ক্রিকেট

প্রথম ম্যাচে হারের কারণ জানালেন নির্বাচক হান্নান সরকার

Selector Hannan Sarkar explained the reason for the loss in the first match
প্রথম ম্যাচের হারকে অঘটন বলছেন হান্নান সরকার। ছবি- সংগৃহীত

আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও উইন্ডিজদের মাঠে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে ইতিহাসে প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে হারের তিক্ত অভিজ্ঞতা বরণ করতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। তবে বিসিবির নির্বাচক হান্নান সরকারের বিশ্বাস, ‘অঘটনের শিকার’ টাইগাররা সিরিজের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াবে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির এই নির্বাচক বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের হার আমাদের প্রত্যাশার বাইরে ছিল। আমরা দেখেছি, সেখানকার কন্ডিশনও বেশ আলাদা ছিল। খেলা মাঠে প্রচুর বাতাসের মধ্যে খেলাটা ক্রিকেটারদের জন্য চ্যালেঞ্জের ছিল। দল সেখানে পৌঁছানোর পরবর্তী দুই দিন সেখানে তেমন অনুশীলন করতে পারেনি। তাই সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি প্রস্তুতিরও একটা গ্যাপ ছিল।’

তবে এই নির্বাচকের বিশ্বাস পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে টাইগাররা। সাথে প্রথম ম্যাচের হারকে অঘটন বলে মনে করেন হান্নান সরকার, ‘আজ (২৩ মে) একই মাঠে আমরা আবার খেলতে নামবো এবং সেখানে আমরা কামব্যাক করবো বলে আমি আশাবাদী। আসলে অনেক সময়ই প্রথম ম্যাচে কোন কিছু বুঝে উঠার আগেই অঘটন ঘটে যায়। আমার মতে, প্রথম ম্যাচেও এমন কিছুই ঘটেছে। তবে খেলোয়াড়েরা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক।’

হান্নান আরও বলেন, ‘নরমালি আমরা ভেবেছিলাম যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথম ম্যাচ থেকেই টানা তিন ম্যাচ ফাটিয়ে খেলে আমরা জিতে যাবো। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটটা আসলে সাধারণত এমন না। ম্যাচ জিততে হলে বিশেষ দিনে ভালো খেলতে হবে, আমাদের দলে যেটার ঘাটতি ছিল। তবে দলের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা ভালো করতে পারবো বলে আশাবাদী।’

আরও পড়ুন: কোহলিকে বেঙ্গালুরু ছাড়ার পরামর্শ পিটারসেনের 

ক্রিফোস্পোর্টস/২৩মে২৪/এমএস/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট