Connect with us
ক্রিকেট

পাকিস্তান দলে সিনিয়র ছাঁটাই, থাকছেন বিপিএল মাতানো খুশদিল

Pakistan Team in Champions trophy
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান দল। ছবি- সংগৃহীত

আগে থেকেই ধারণা করা গিয়েছিল বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে পাকিস্তান দলে। এবার ঘটল ঠিক তেমনটাই। ওয়ানডে এবং টি টোয়েন্টি ফরমেটের উভয় দল থেকেই একাধিক সিনিয়র ক্রিকেটার বাদ পড়েছেন। তবে বিপিএল মাতানো খুশদিল শাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে টিকে রইলেন দলে।

ঘরের মাঠে আইসিসি ইভেন্টে ব্যর্থতার পর চলতি মাসে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান দল যার জন্য উভয় ফরমেটের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। সংক্ষিপ্ততম টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। অপরদিকে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তারকা পেসার শাহিন আফ্রিদি ও হারিস রউফ। আর নাসিম শাহ বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ পড়ার মাঝেও টিকে আছেন খুশদিল। বৈশ্বিক সেই টুর্নামেন্টের স্কোয়াডে তার থাকা নিয়েই উঠেছিল সমালোচনা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে রান করে নিজের সক্ষমতার জানান দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

» এক যুগের ক্রিকেটে বিরল নজির গড়লেন রোহিত

» ১৬ বছরের আক্ষেপ ঘুচাতে ট্রাভিস হেডেই ভরসা অস্ট্রেলিয়ার

এর আগে গেল দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি খুশদিল। তবে এরপর চলতি বছর বিপিএলে দারুন পারফরম্যান্স করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। সেখানে আট ইনিংসে ২৯৮ রানের পাশাপাশি ১৭ উইকেট শিকার করেছিলেন তিনি। আর এতেই পিসিবি নির্বাচকদের নজরে ফের উঠে আসেন খুশদিল।

অবশ্য বিপিএলের পারফরম্যান্স বিবেচনায় এই ক্রিকেটারকে দলে নেয়ার পর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্বাচকদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো পারফর্ম করে নিজেকে প্রমাণ করেছেন বিপিএল মাতিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই ক্রিকেটার।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, সালমান আলি আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : মোহম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।

ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট