Connect with us
ক্রিকেট

হারিস রউফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের ক্রিকেটারের

Haris Rauf has been accused of ball tampering
পাকিস্তানি পেসার হারিস রউফ। ছবি- সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা সুবিধাজনক হয়নি পাকিস্তানের। নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক হারের সাক্ষী হয়েছে গত আসরের ফাইনালিস্টরা। র‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে থাকা দলের বিপক্ষে এমন হারের দুঃখ না ঘোচাতেই অভিযোগের তীরে বিদ্ধ হলেন পেসার হারিস রউফ।

বৃহস্পতিবার (৬ জুন) মুখোমুখি হয় পাকিস্তান ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ২০ ওভার খেলে ৩ উইকেটে পাকিস্তানের সমান ১৫৯ রান তুলে যুক্তরাষ্ট্র।

এদিন শেষ ওভারে যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। বোলিংয়ে ছিলেন হারিস। তবে এই রান ডিফেন্ড করতে পারেননি এই তারকা পেসার। শেষ বলে বাউন্ডারিসহ ১৪ রান দেন তিনি। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করে স্বাগতিকরা।

এমন হারের পর অনেকটাই হতাশ হবেন হারিস। কেননা শেষ বলে বাউন্ডারি না খেলে ম্যাচটা জিতে নিতে পারতো পাকিস্তান। যে কারণে তাকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনাও চলছে। এরই মধ্যে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের একজন সাবেক ক্রিকেটার।

জুয়ান রাস্টি থেরন নামের এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে হারিসের বিরুদ্ধে অভিযোগ তুলে একটি পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আইসিসি, পাকিস্তানের সদ্য পাল্টানো বলে চামড়া তুলে ফেলাটা কি আমরা দেখেও দেখব না? মাত্র দুই ওভার আগে যে বল পাল্টানো হয়েছে, তা রিভার্স সুইং করছে! খালি চোখেই সবাই দেখেছে হারিস রউফ কীভাবে আঙুলের নখ দিয়ে বলের ওপর আচঁড় কেটেছে।’

Serious allegations against Haris Rauf by the American cricketer

হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ। ছবি- সংগৃহীত 

জুয়ান রাস্টি একসময় দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন। তবে যুক্তরাষ্ট্র জাতীয় দলে অনেকটা অনিয়মিত তিনি। বর্তমানে ফ্রাঞ্চাইজি লিগে খেলে বেড়ায় এই ক্রিকেটার।

আরও পড়ুন: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা : ফেভারিট কে? 

ক্রিফোস্পোর্টস/৭জুন২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট