চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ শেষেই এখন শীর্ষ উইকেট শিকারি বোলার শাহীন আফ্রিদি। আর এতেই টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের এই তারকার৷
বুধবার(২৪ এপ্রিল) আইসিসি কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুই ধাপ, এখন তিনি ১৭তম বোলার। এতদিন শীর্ষে থাকা হারিস রউফ নিউজিল্যান্ড সিরিজে না খেলায় চার ধাপ অবনতি হয়েছে তাঁর। এখন তিনি নেমে গেছেন ২২ নম্বরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পুরোপুরি গড়াতে পারেনি৷ মাত্র দুই বলেই সমাপ্ত হয় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সাত উইকেটের জয়ে মাত্র ১৩ রান খরচায় নিউজিল্যান্ডের তিন উইকেট নেন তিনি।
এদিকে বরাবরের মতোই তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ। আরেক লেগ স্পিনার নিউজিল্যান্ডের ইশ সোধি পাকিস্তান সিরিজে তিন উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে।
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ আছেন ভারতের হার্ডহিটার ব্যাটার সূর্যকুমার যাদব। পাকিস্তান সিরিজে খেলা টিম সেইফার্ট তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন।
আরেক ব্যাটার মার্ক চাপম্যান তৃতীয় ম্যাচে অপরাজিত ৪২ বলে ৮৭ রানের সুবাদে ১২ ধাপ এগিয়ে এখন ৩৩তম স্থানে রয়েছেন৷
সম্প্রতি এক ওভারে ছয় ছক্কার রেকর্ড গড়া নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং আইরি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন। ১০ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫০তম স্থানে উঠে এসেছেন দীপেন্দ্র সিং৷
যুবরাজ সিং ও কিয়েরন পোলার্ডের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কার রেকর্ড গড়েছেন তিনি৷
আরও পড়ুন: টাইগারদের অনুশীলনে প্রবেশ করতে পারবে না গণমাধ্যম
ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/টিএইচ/বিটি