দরজায় কড়া নাড়ছে বিপিএলের নতুন আসর। আর দু’দিন বাদেই মিরপুরে পর্দা উঠবে বাংলাদেশের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ১১তম আসরের। এই টুর্নামেন্টকে সামনে রেখে দেশি ক্রিকেটারদের নিয়েই অনুশীলন শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তাছাড়া বিদেশি ক্রিকেটাররাও আসতে শুরু করেছেন। ইতোমধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ফ্রাঞ্চাইজিগুলোতে যোগ দিয়েছেন।
এবারের বিপিএলের অন্যতম বড় বিদেশি তারকা পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে খেলবেন এই তারকা পেসার। যদিও প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না এই পেসার। তবে শেষ সময়ে সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে বরিশাল।
তবে এবার জানা গেল বরিশালের অধিনায়ক তামিম ইকবালের ডাকেই সাড়া দিয়েই এই ফ্রাঞ্চাইজিতে পাড়ি জমিয়েছেন শাহীন। বরিশাল শিবিরে যোগ দিয়ে নিজেই এমনটা জানিয়েছেন এই তারকা।
বিপিএল খেলতে গতকাল (শুক্রবার) রাতে ঢাকায় পা রেখেছেন শাহীন। আজ থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন তিনি। পরে সংবাদ সম্মেলন বিপিএলের প্রথম দিন অনুশীলনসহ অন্যান্য বিষয়ে কথা বলেন এই পাক পেসার।
আরও পড়ুন:
» বিপিএলে মাশরাফির ভবিষ্যৎ কী? জানালো সিলেট স্ট্রাইকার্স
» বাংলাদেশি পেসারদের প্রশংসায় পঞ্চমুখ শাহীন আফ্রিদি
এ সময় বিপিএল খেলা প্রসঙ্গে শাহীন বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য আমি অনেক রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি অনেক রোমাঞ্চিত। আপাতত সামনের বিষয়গুলো নিয়ে ভাবছি। বাংলাদেশের মানুষ ক্রিকেট অনেক ভালোবাসে এবং তারা নিজেদের তারকাদের ভালোবাসে। আশা করি আমিও এখানে ভালো ক্রিকেট খেলতে পারবো।’
শুরুতে শাহীন আফ্রিদির বিপিএলে খেলা কেননা শঙ্কা ছিল। কেননা এই সময়ে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের টেস্ট সিরিজ চলমান রয়েছে। তবে টেস্ট সিরিজ বাদ দিয়ে বিপিএলকেই প্রাধান্য দিয়েছেন তিনি। আর বোর্ডও তাকে অনুমতি দেওয়ায় বাংলাদেশে পাড়ি জমিয়েছেন এই পাক তারকা।
যদিও পুরো আসরের জন্য শাহীনকে পাচ্ছে না বরিশাল। আগামী ফেব্রুয়ারিতেই পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে কিছুটা আগেভাগেই শাহীনকে দেশে ফিরতে হবে। পাকিস্তানে বিভিন্ন গণমাধ্যম বলছে, ১৫ জানুয়ারি পর্যন্ত বিপিএল খেলার অনুমতি পেয়েছেন শাহীন। এই সময়ের মধ্যে পাঁচটি ম্যাচ রয়েছে বরিশালের। সেক্ষেত্রে হয়ত এই পাঁচ ম্যাচেই দেখা যাবে এই তারকা পেসারকে।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের ১১তম আসরের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।
ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৪/বিটি