অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দু’টিতে হেরে আগেই সিরিজ খুইয়েছে শান মাসুদের পাকিস্তান। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে মাঠে নামছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। সে ম্যাচকে সামনে রেখেই আজ পাকিস্তানের একাদশ ঘোষণা করেছে পিসিবি। যেখানে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে তারা।
ওয়ার্নারের বিদায়ী টেস্টে বিশ্রাম দেয়া হয়েছে পেসার শাহীন আফ্রিদিকে, সাথে বাদ পড়েছেন ওপেনার ইমাম উল হক৷ তাদের জায়গায় তৃতীয় টেস্টে সুযোগ দেয়া হয়েছে অভিষিকের অপেক্ষায় থাকা সাইম আইয়ুব এবং অফ স্পিনার সাজিদ খানকে। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ২১ বছর বয়সী সাইমের গত মার্চেই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে।
সাইম পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৪ ম্যাচে ৪৬.৪৭ গড়ে ১ হাজার ৬৯ রান করেছেন। অন্য দিকে জাতীয় দলের হয়ে প্রায় দুই বছর পর টেস্ট ম্যাচ খেলতে নামবেন সাজিদ খান। পাকিস্তানের হয়ে সবশেষ ২০২২ সালে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরকালীন লাহোর টেস্টে মাঠে নেমেছিলেন সাজিদ খান।
তবে শেষ টেস্টে কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ওয়ার্নারের বিদায়ী সিরিজে ইতোমধ্যেই অজি ওপেনারকে সিরিজ জয়ের মাধ্যমে রাঙিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এবার স্বাগতিকদের লক্ষ্য তৃতীয় টেস্টেও জয় তুলে নিয়ে শেষটাও ভালোভাবে করা।
সিডনি টেস্টের পাকিস্তান একাদশ
শান মাসুদ (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, আমির জামাল, সৌদ শাকিল, সাজিদ খান, সালমান আলী আগা, হাসান আলী ও মীর হামজা।
আরও পড়ুন: বিদায়ী ম্যাচের আগে একটা ক্যাপের জন্য আকুতি ওয়ার্নারের
ক্রিফোস্পোর্টস/০২জানুয়ারি২৪/এমএস/এমটি