পাকিস্তান ক্রিকেটে বর্তমানের অন্যতম তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডে অবসর সময় পার করছিলেন তিনি। এবার এই ক্রিকেটারের হাত ধরে উন্মোচন হলো বিশ্বের অন্যতম ও ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন জার্সি।
ফুটবলে নতুন ২০২৪-২৫ মৌসুমকে সামনে রেখে দলের নতুন জার্সি প্রকাশ করেছে বিখ্যাত ইংলিশ ক্লাব ম্যান ইউনাইটেড। গতকাল ক্লাবটির আমন্ত্রণে ওল্ড ট্রাফোডে এই জার্সি উন্মোচন করেন পাক পেসার আফ্রিদি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে নতুন জার্সি পরিহিত আফ্রিদির ছবি পোস্ট করে বিষয়টি সামনে এনেছে ম্যান ইউ।
এদিন আফ্রিদির জন্যেও বরাদ্দ ছিল ক্লাবের নতুন জার্সি। যেখানে স্মারক হিসেবে আফ্রিদির জন্য রাখা হয়েছিল ১০ নম্বর জার্সি। এই ১০ নম্বর জার্সি পরে ম্যান ইউয়ের হয়ে খেলেছেন ডেভিড বেকহাম, রুড ফন নিস্টলরয় কিংবা ওয়েন রুনিদের মতো ফুটবলাররা। নতুন জার্সি পরে ওল্ড ট্রাফোর্ডের ড্রেসিংরুম ও গ্যালারিতে ঘুরে বেড়িয়েছেন আফ্রিদি।
নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আফ্রিদির জার্সি উন্মোচনের ছবি পোস্ট করে ম্যানচেস্টার ইউনাইটেড ক্যাপশনে লিখেছে, ‘ঈগল অবতরণ করেছে। শাহিন শাহ আফ্রিদি, স্বপ্নের ময়দানে আপনাকে দেখে আমরা সবাই খুব আনন্দিত। এই ঠিকানায় সব সময় আপনাকে স্বাগত জানাই।’
এদিকে আগামীকাল শনিবার (১০ আগস্ট) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ডের ম্যাচ দিয়ে ২০২৪-২৫ মৌসুম শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেড। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আফ্রিদির উন্মোচন করা নতুন জার্সি পড়ে মাঠে নামবে ম্যান ইউয়ের তারকা সব ফুটবলাররা।
আরও পড়ুন: বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী
ক্রিফোস্পোর্টস/৯আগস্ট২৪/এফএএস