বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে যখন মাঠে নেমেছিল চিটাগাং কিংস, তখন ম্যাচ চলাকালে টিভিতে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানি তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি বলেছিলেন বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগাং কিংসের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে রয়েছেন এই সাবেক পাক ক্রিকেটার।
এদিকে বিপিএলের ঢাকা পর্ব শেষে ইতোমধ্যেই টুর্নামেন্ট চলে গেছে চায়ের দেশ সিলেটে। দুইদিন খেলা চলার পর মাঝে গতকাল একদিন ছিল বিরতি। আজ থেকে পুনরায় মাঠে করাবে বিপিএল। এর আগে গতকাল দলের সঙ্গে স্টার প্যাসিফিক হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন শহীদ আফ্রিদি। যেখানে অসংখ্য ক্যামেরার লেন্স ঘুরেফিরে এসেছে শুধু তার দিকে।
বেশ উচ্ছ্বসিত দেখা যায় এই তারকা পাক ক্রিকেটারকে। যেখানে তার সঙ্গে ছিলেন কোচ শন টেইটসহ দলের বাকি সদস্যরাও। এসময় শহীদ আফ্রিদির কাছে জানতে চাওয়া হয় কেমন লাগছে এই চায়ের শহর সিলেটকে। গণমাধ্যমের সামনে উর্দু এবং ইংরেজি উভয় ভাষায় কথা বলেন তিনি। সিলেট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সিলেট জিন্দাবাদ।’
আরও পড়ুন:
» অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল, সাকিব প্রসঙ্গে কী হবে সিদ্ধান্ত?
» রোনালদোর আল নাসরের ম্যাচসহ আজকের খেলা (৯ জানুয়ারি ২০২৫)
এদিন প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে ঘিরে ধরেন তার অসংখ্য ভক্ত সমর্থক। সেলফি ক্যামেরায় অনেকে আফ্রিদির সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। শুধু আন্তর্জাতিক ক্রিকেট খেলে নয়, বিপিএলে খেলার মধ্য দিয়েও এদেশে তিনি তৈরি করেছেন নিচের বড় সমর্থক গোষ্ঠী। এখন পর্যন্ত ছয় মৌসুমে ভিন্ন পাঁচ দলের হয়ে এই টুর্নামেন্টে খেলেছেন আফ্রিদি।
বিপিএলে প্রথমবার তিনি খেলেছিলেন ২০১২ সালে। এরপর সর্বশেষ ২০১৯ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট মাতান আফ্রিদি। বিপিএলে ৪৫ ম্যাচ ৫৭ টি উইকেট শিকার করেছিলেন এই তারকা অলরাউন্ডার। এছাড়া ব্যাট হাতে তার নামের পাশে রয়েছে ৫৩২ রান। অলরাউন্ড পারফর্ম দেখিয়ে সকলের মন জয় করে নেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশে আসলে ভক্তদের ভালবাসা সিক্ত হন আফ্রিদি।
চলমান টুর্নামেন্টের তার দল এখন পর্যন্ত খেলেছে দুই ম্যাচ। যেখানে এক জয় এবং এক পরাজয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে চিটাগাং কিংস। আজ নিজেদের তৃতীয় ম্যাচে ধুকতে থাকা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর সিলেটে আরও এক ম্যাচ খেলবে কিংসরা। পরবর্তীতে তারা চলে যাবে নিজেদের ঘরের মাঠ চট্টগ্রামের জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেখানে রয়েছে চিটাগাংয়ের পরের পাঁচ ম্যাচ।
ক্রিফোস্পোর্টস/৯জানুয়ারি২৫/এফএএস