টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই এবার আলোচনা শুরু হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। তবে গেল এশিয়া কাপের মতো এবারও পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে টালবাহানা শুরু করেছে ভারত। ইতোমধ্যেই পাকিস্তান খেলতে যাওয়া নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে তারা।
এদিকে বিসিসিআইয়ের এক বোর্ড কর্তার বরাত দিয়ে সংবাদসংস্থা এএনআই জানায়, ভারত ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। এর বদলে আইসিসিকে দুবাই অথবা শ্রীলঙ্কাতে ভারতের ম্যাচগুলো পরিচালনার জন্য বলছে বিসিসিআই। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন শোনা গেলেও পাকিস্তান জানিয়েছে, এশিয়া কাপে ছাড় দিলেও এবার একাই আয়োজন করতে চায় এই আসর।
ভারত বিষয়টি পরিষ্কার না করলেও কোহলি-রোহিতদের টুর্নামেন্টে অংশ নিতে আহ্বান জানিয়েছে সাবেক পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এহময় পাকিস্তানে কোহলির জনপ্রিয়তার কথাও তুলে ধরেন তিনি, ‘কোহলি যদি পাকিস্তানে আসে, ভারতের ভালোবাসা ও আতিথেয়তা ভুলে যাবে সে। পাকিস্তানে তার জনপ্রিয়তা অনেক, এখানে লোকে তাকে অনেক পছন্দ করে। আমার পছন্দের ক্রিকেটারও কোহলি।’
গেল বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিল পাকিস্তান। এর আগে অসংখ্যবার ভারত সফর করেছে প্রতিবেশী এই ক্রিকেট দল। ভারত দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগত জানিয়ে আফ্রিদি বলেন, ‘ভারতীয় দলকে স্বাগত জানাই। পাকিস্তানের হয়ে যখন সফরে যেতাম, ভারতে আমরা অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি।’
এদিকে ভারতের পাকিস্তান সফরের অতীত স্মৃতিও তুলে ধরেছেন সাবেক এই তারকা পাকিস্তান ক্রিকেটার, ‘ভারত যখন ২০০৫-০৬ মৌসুমে এখানে সফরে এসেছিল, তারাও অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছিল। তারা সফরটি ও আতিথেয়তা উপভোগ করেছিল। আমার মনে হয় ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ও ক্রিকেট সফরকে রাজনীতির বাইরে রাখা উচিত।’
উল্লেখ্য, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে ৯ মার্চ পর্যন্ত। ৮ দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দল গুলো। যেখানে গ্রুপ প্রতিদ্বন্ধী হয়েই লড়াই করবে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে একই গ্রুপে থাকবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আগামী ১ মার্চ টুর্নামেন্টে কাঙ্খিত ভারত পাকিস্তান দৈরথ দেখতে পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ম্যাচ শেষে ইয়ামালের জার্সি চেয়েছিলেন এমবাপ্পে
ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৪/এফএএস