বিশ্বকাপে গতকাল নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছে বাংলাদেশ। এ নিয়ে টানা পাঁচ হারে বিশ্বকাপ সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে সাকিব বাহিনীর। ডাচদের দেওয়া ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে বরাবরের মত টপ অর্ডারের পর মিডল অর্ডার লাইন আপও তাসের ঘরের মতো ভেঙে পরলে ৮৭ রানের লজ্জার হার সঙ্গী হয় বাংলাদেশের।
ম্যাচে শুরুতেই টস জিতে ব্যাট করা নেদারল্যান্ডসের টপ অর্ডার দ্রুতই প্যাভিলিয়নে ফিরে যায়। মাঝে স্কট এডওয়ার্ডসের ৮৯ বলে ৬৮ এবং টেইল এন্ডারদের কল্যাণে ২২৯ রানের পুঁজি পায় নেদারল্যান্ডস।
জবাবে ব্যাট করতে নেমে বিশ্বকাপে রুটিন মাফিক গতকালও ব্যর্থ টপ অর্ডাররা। পরে মিডল অর্ডারেরও ব্যর্থতায় ৪২ ওভার ২ বলে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৩৫ রান এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। বরাবরের মত এদিনও ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকায় গিয়ে দুই দিনের সেশন করে আসা সাকিব ব্যাট হাতে মোটে ৫ রান করেছেন।
দেশের এমন লজ্জাজনক হারের পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিস। রাত ১১টা ১৬ মিনিটে নাফিস লেখেন, ২৮ অক্টোবর ২০২৩।
তার এই ফেসবুক পোস্ট সম্পর্কে পরে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: ৭৭১ রানের ম্যাচে শেষ হাসি হাসল অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৩/এমএস/এসএ