যদি বাংলাদেশ ক্রিকেট সাফল্য নিয়ে কিছু বলা হয় তাহলে সাকিব আল হাসান থাকবেন সবার উপরে। আর ২০১৯ সালে আমরা দেখেছিলাম এক অনন্য সাকিবকে। এবারের বিশ্বকাপ আসরেও কি আমরা সেই সাকিবকে ফিরে পাবো!
বাংলাদেশ ক্রিকেট আর সাকিব একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাকিব মানেই নতুন নতুন রেকর্ড। এবারের বিশ্বকাপ আসরেও নতুন নতুন রেকর্ড গড়ে অনেক কিংবদন্তি ক্রিকেটারদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
২০১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিন নম্বরে ছিলেন সাকিব। আট ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছিলেন ৬০৬ রান এবং বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট।
২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত বিশ্বকাপের চারটি আসরেই অংশ নিয়েছিলেন সাকিব। তবে ২০১১ সালের পর দ্বিতীয়বারের মতো ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছের নাম্বার ওয়ান অলরাউন্ডার। ক্যাপ্টেন হিসেবে তার উপর অনেক দায়িত্ব ও চাপ রয়েছে। তারপরও সবাই আশাবাদী ২০১৯ এর সাকিব আবার ফিরে আসবে।
বাংলাদেশ ক্রিকেটে একজন সাকিব থাকাটা খুবই জরুরী। সাকিব থাকলে দল একটা শক্তিশালী অবস্থানে থাকে। তার বোলিং-ব্যাটিং নৈপূন্যে অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ। আর যদি ২০১৯ বিশ্বকাপের সাকিবকে আবারো দেখা যায় তাহলে এবারের বিশ্বকাপে খুব ভালো অবস্থানে যাবে টাইগাররা।
সম্প্রতি দেশের ক্রিকেটে অনেক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে সাকিব আল হাসান। দেশবাসী ও তার ভক্তসকলে মনে করেন ভালো পারফরমেন্সের মাধ্যমেই এসবের জবাব দিবেন সাকিব আল হাসান।
আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সকলের দৃষ্টি থাকবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের দিকে।
আরও পড়ুন: বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৩/এমটি/এজে