Connect with us
ক্রিকেট

মিরপুরে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান

আজ বিকেল তিনটে নাগাদ ইনডোরে আসেন সাকিব। ছবি- সংগৃহীত

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়ে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে আছেন সাকিব আল হাসান। খেলতে পারেননি নিউজিল্যান্ড সিরিজও । অবশ্য মাঠের বাইরেরও বেশ কিছুদিন ব্যস্ত ছিলেন সাকিব। ব্যস্ততা শেষে আবারও মাঠে ফেরার প্রস্তুতি নিতে আজ (সোমবার) ব্যাট-প্যাড পরিহিত অবস্থায় মিরপুরে দেখতে পাওয়া যায় এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

চলতি মাসের ১৯ তারিখ থেকেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তাই গত কয়েক দিনের ব্যস্ততা কাটিয়ে আর বিশ্রাম নেয়ার ফুরসত মিললো না বাংলাদেশের পোস্টার বয়ের। তাই আজ মাগুরা থেকে ঢাকায় ফিরেছেন তিনি। ঢাকায় ফিরেই বিকেলে মিরপুর শের-এ-বাংলা স্টেডিয়ামে চলে আসেন। বিকেল তিনটে নাগাদ ইনডোরে আসেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

মূলত অনুশীলন করতেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মিরপুরে আসেন সাকিব। তিনি প্রবেশ করার আগেই শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিম সেখানে চলে আসেন। পরে ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস এবং তাদের পরে চিকিৎসক মনজুর হোসেন ইনডেরে আসেন।

এদিন ব্যাট হাতে অনুশীলনে সাকিবকে বেশ মনোযোগী দেখা যায়। দীর্ঘ সময় ধরে তিনি নেটে ব্যাটিং অনুশীলন করেন। আঙুলের চোট কাটানোর পর সাকিব আজই প্রথম ব্যাটিং অনুশীলন করলেন। যদিও এর আগে তার গ্রামের বাড়িতে ব্যস্ততার ফাঁকে ফিটনেস নিয়ে অনুশীলন করেছিলেন সাকিব।

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল 

ক্রিফোস্পোর্টস/০৮জানুয়ারি২৪/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট