টাইগার ওয়ানডে কাপ্তান তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান করেছেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে এ মাইলফলক ছুঁয়েছেন বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার। সাত হাজার রান থেকে ২৪ রান দূরে থেকে এই ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব।
এদিকে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবলও পূর্ণ করেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।
অপরদিকে আগে থেকে এই ক্লাবে রয়েছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও শহিদ আফ্রিদি। তবে এই দুজনের চেয়ে অনেক কম ম্যাচ লেগেছে টাইগার ক্রিকেটার সাকিবের।
শহীদ আফ্রিদি এই ডাবল পূরণ করেন ৩৪১ ম্যাচ খেলে। আর জয়সুরিয়া করেন ৩৯৭ ম্যাচে। সাকিব ছুঁয়েছেন ২২৮ ম্যাচে। ৭ হাজার রানে পৌঁছাতে ২২৮ ওয়ানডের ২১৬ ইনিংসে ব্যাটিং করেন এক সময়ের বিশ্ব সেরা এই অলরাউন্ডার।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় পেল ভারত
ক্রিফোস্পোর্টস/১৮মার্চ২৩/এসএ