Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ ও বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক সাকিব

Shakib al hasan
সাকিব আল হাসান (ছবি- আইসিসি)

অবশেষে নিরসন হলো সকল সঙ্কটের, কেটে গেলো সকল অপেক্ষা। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হয়েছেন সেই সাকিব আল হাসানই। শুক্রবার (১১ আগস্ট) সাকিবকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে মুমিনুল হকের জায়গায় টেস্ট ও মাহমুদউল্লাহর জায়গায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন সাকিব। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব।

এর আগে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে ইস্তফা দেন তামিম ইকবাল। আসন্ন এশিয়া কাপেও তিনি খেলবেন না বলে জানান। যদি সুস্থ হন তবে বিশ্বকাপে খেলবেন।

বিসিবি বস পাপন গণমাধ্যমকে জানান, এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে সাকিবকে অধিনায়ক করা হয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের নেতৃত্ব থাকবে সাকিবের কাঁধেই। আর এই দুই মেগা আসরের প্রাথমিক দল আগামীকাল ঘোষণা করা হবে। এশিয়া কাপের জন্য নির্বাচকরা ১৭ জনের দল ঠিক করেছেন।

আরও পড়ুন: অবাক ঘটনা, মুরগি ঘুরছে ক্রিকেটারদের ড্রেসিংরুমে! (ভিডিও)

ক্রিফোস্পোর্টস/১১আগস্ট২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট