সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপ শেষ করে খুব একটা বিশ্রামের ফুরসত পায়নি বাংলাদেশের ক্রিকেটাররা। গত মাসের ২৮ তারিখ থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অনুশীলনে যোগ দিতে হয় টাইগারদের। তবে আগে থেকেই জানতে পারা গিয়েছিল আঙ্গুলের চোটের কারণে ঘরের মাঠে চলমান নিউজিল্যান্ড সিরিজে খেলবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও ব্যস্ততার মধ্যেই আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দুই দিনের সফরে হঠাৎ দুবাই গেছেন বাংলাদেশ কাপ্তান। জানা গেছে, আজ (২ ডিসেম্বর) সকালে দুবাইয়ে পৌঁছেছেন সাকিব আল হাসান। দেশের এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আবুধাবি টি-টেন লিগের খেলা চলছে সেখানে। সেই লিগের দল বাংলা টাইগার্সের ফটোশুটে অংশ নিতেই দুই দিনের এই সফরে গেছেন তিনি। যদিও টি-টেন লিগের এবারের আসরে খেলতে পারছেন না টাইগার কাপ্তান।
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অষ্টম ম্যাচে পাওয়া আঙ্গুলের চোটের কারণে বাংলা টাইগার্সের হয়ে যে এবার তিনি খেলবেন না তা জানা গিয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজিটির সাথে আগে থেকেই চুক্তিবদ্ধ থাকায় তাদের দলের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নিতে সাকিবের এই দুবাই সফর। চোটের কারণে বাংলা টাইগার্স এর হয়ে মাঠে না নামলেও গ্যালারিতে বসে দলকে অনুপ্রেরণা দিয়ে যাবেন তিনি। তাই সঙ্গত কারণেই দুবাইয়ে থাকতে হবে বাংলাদেশ কাপ্তানকে।
গত আসরেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে সবগুলো ম্যাচেই খেলেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সেবার দলের হয়ে অন্যতম সেরা পারফরমারও ছিলেন তিনি। ফলে চলমান আসরে সাকিবের খেলতে না পারাটা কিছুটা হলেও দলটিকে ভোগাচ্ছে। এখন পর্যন্ত ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাংলা টাইগার্স টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে।
আরও পড়ুন: ইতিহাস গড়া জয়ের ম্যাচে ইতিহাসের পাতায় নাজমুল শান্ত
ক্রিফোস্পোর্টস/০২ডিসেম্বর২৩/এমএস/এমটি