
বিপিএলের পর দেশের ঘরোয়া ক্রিকেটের সবথেকে গোছালো টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ- ডিপিএল। জাতীয় দলের অসংখ্য ক্রিকেটাররা নিয়মিত খেলে থাকেন এই লিগে। তাই ভক্ত সমর্থক ও দর্শকদের বাড়িতে আগ্রহ কাজ করে এই টুর্নামেন্ট ঘিরে। এবার ডিপিএল দিয়েই দেশের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছেন সাকিব আল হাসান।
জানা গেছে আসন্ন আসরের জন্য লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাবেন সাকিব। আগামীকাল হওয়ার কথা রয়েছে দলটির সঙ্গে এই টাইগার অলরাউন্ডারের আনুষ্ঠানিক চুক্তি। বিষয়টি নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জের ক্লাব কর্তৃপক্ষ।
ডিপিএলে চলমান রয়েছে দুই দিন ব্যাপী দলবদল। আজ শনিবার একাধিক ক্রিকেটারকে দলভুক্ত করেছে রূপগঞ্জ। জানা গেছে আগামীকাল রোববার অনলাইনে বিশেষ প্রক্রিয়ায় সাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে দলটি।
আরও পড়ুন:
» জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশি ওপেনার
» ভারতকে হারিয়ে সেমির পথ খোলা রাখতে চায় পাকিস্তান
জানা গেছে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলির ডিপিএলে রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির জার্সিতে খেলার কথা রয়েছে আরও অসংখ্য জাতীয় দলের ক্রিকেটারের নাম। যে তালিকায় আছেন সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিব।
প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জনগণের একাংশের রোশনালে পড়েন সাকিব আল হাসান। মূলত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় এবং ছাত্র আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় তার প্রতি ক্ষোভ নিংড়ে দেন অনেকেই। আর তাই দেশের মাটিতে দীর্ঘদিন খেলতে পারেননি এই টাইগার অলরাউন্ডার।
ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/এফএএস
