আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। তবে চোখের সমস্যার কারণে এই সিরিজে খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ (১২ জানুয়ারি) বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বিপিএল শুরু হওয়ার আগে চোখের চিকিৎসা নিতে লন্ডনে যান সাকিব। তবে সেখানে কোনো সমস্যা ধরা পড়েনি।
পরবর্তীতে আবারো চোখে সমস্যা দেখা দিলে বিপিএল চলাকালেই চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান সাকিব। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার বাম চোখের রেটিনাতে একটি সমস্যা ধরা পড়ে। তবে অপারেশনের প্রয়োজন না হওয়ায় বর্তমানে পর্যবেক্ষণের মধ্যে থেকে বিপিএলে খেলে যাচ্ছেন সাকিব৷
তবে বিপিএলে খেলার কারণে সাকিবের চোখে আবারো সমস্যা দেখা দিয়েছে। তাই চোখের চিকিৎসা নিতে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছুটি নিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে সাকিবের অধিনায়কত্ব অধ্যায়ে ইতি টেনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নেতৃত্ব দেওয়া হয়েছে শান্তকে। এর আগে মূল অধিনায়কের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে মূল অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন এই সেনসেশন।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, নেই তামিম
ক্রিফোস্পোর্টস/১২ফেব্রুয়ারি২৪/এমটি