
বাংলাদেশের ক্রিকেটে আচমকা দুঃসংবাদ। হার্টঅ্যাটাক করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি দেশ সেরা এই ওপেনার ব্যাটার। তার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। তামিমের এমন পরিস্থিতিতে তার জন্য প্রার্থনায় গোটা দেশের অসংখ্য ভক্ত সমর্থক। এবার জাতীয় দলের সতীর্থ ও বন্ধুর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন সাকিব আল হাসান।
আজ সোমবার সাকিবের ৩৮তম জন্মদিন। আর নিজের বিশেষ এই দিন ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় তামিমের জন্য দোয়া চেয়েছেন সাকিব, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে! ওর জন্য দোয়া করবেন সবাই! ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে! ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে!’
উল্লেখ্য, সকালে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর তামিমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। প্রথমে মাঠেই চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করায় তিনি ফিরে আসেন, তবে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে স্থানীয় হাসপাতালেই তাকে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন:
» তামিমের সুস্থতা কামনা করে যা বললেন অভিনেতা শাকিব খান
» তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসক
এদিকে দুপুরে সাভারের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালের মিডিয়া পরিচালক ড. রাজীব হাসান এক ব্রিফিংয়ে জানান, ‘গুরুতর অবস্থা থেকে যতরকম চিকিৎসা দরকার, সবই করা হয়েছে। আল্লাহর রহমতে উনার অবস্থা অনুকূলে আছে। উনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্ট ও স্টেন্ট করা হয়েছে।’
সেই চিকিৎসক আরও বলেন, ‘স্টেন্টিং খুব স্মুথ ও কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডা. মনিরুজ্জামান মারুফ। উনার ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। এখনো উনি পর্যবেক্ষণে আছেন, গুরুতর অবস্থা এখনো কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।’ জানা গেছে জ্ঞান ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তামিম।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস
