
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা জিম্বাবুয়ের পক্ষেই যেতে পারতো। প্রথম দুই সেশন শেষে চালকের আসনেই ছিল সফরকারীরা। তবে তৃতীয় সেশনে সব এলোমেলো করে দেন তাইজুল ইসলাম। শেষ সেশনে একাই ৪ উইকেট শিকার করে রোডেশিয়ানদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন এই বাঁহাতি স্পিনার। সবমিলিয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন এই তারকা।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। তার পরেই আছেন তাইজুল ইসলাম। তবে আজকে ৫ উইকেট নিয়ে সাকিবের আরও কাছে চলে গেছেন এই স্পিনার। দেশের হয়ে সাকিব শিকার করেছেন ২৪৬ উইকেট। অন্যদিকে তাইজুল শিকার করেছেন ২২৪ উইকেট। সাকিবকে ছুঁতে তার প্রয়োজন মাত্র ২২ উইকেট। যেহেতু সাকিব এখন আর টেস্ট খেলছেন না, তাই আর ২৩ উইকেট নিলেই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যাবেন তাইজুল।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। এ সময় সেরা হওয়ার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘সেরাদের সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন সবারই থাকে। তবে দিনশেষে এটাই চাই যে আমি আসলে কতটুকু ভালো করতে পারলাম। অনেক দূর যেতে না পারলে তৃপ্তি আসে না। আমি চেষ্টা করে যাব যত দূর যাওয়া যায়।’
আরও পড়ুন:
» শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ
» ২০২৮ সাল থেকে আইপিএলে নতুন ফরম্যাট!
তবে সাকিবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়ে কিছু ভাবছেন না তাইজুল। সাকিব এতদিন দেশের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন এবং সামনেও যেন ভালো কিছু করতে পারেন এমনটাই কামনা তাইজুলের। এই স্পিনার বলেন, ‘আমার সাকিব ভাইকে ছাড়াতে হবে (এমন ভাবছি না) …, সাকিব ভাই দেশের জন্য ভালো কিছু করেছেন, সামনেও আরও ভালো করবেন ইনশা আল্লাহ। এই দোয়া থাকবে। আমি চাই যে সবাই ভালো করুক যাতে আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি।’
সিরিজের সমতা ফেরানোর লক্ষ্যে আজ (সোমবার) জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে তাইজুলের স্পিন ভেলকিতে প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে সফরকারীরা। আগামীকাল সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।
ক্রিফোস্পোর্টস/২৮এপ্রিল২৫/বিটি
