Connect with us
ক্রিকেট

আইপিএলে দল পেতে যোগাযোগ সাকিবের, দাবি ভারতীয় পত্রিকার

Shaklib Al Hasan
আইপিএলে দল পেতে যোগাযোগ সাকিবের

বোলিং নিষেধাজ্ঞা কেটেছে সাকিব আল হাসানের। এই সুখবরের পর আরও এক সুসংবাদ দিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন। বোলিং ছাড়পত্র পাওয়ার পরেই আইপিএলের তিন দলের সঙ্গে নাকি যোগাযোগ করেই ফেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন অন্তত সেই দাবিই করেছে।

নিজস্ব সূত্রের ভিত্তিতে সেই তারা জানিয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে আলোচনা করেছেন সাকিব। যদিও এই তিন দলের সঙ্গেই কেন সাকিব আলোচনা করেছেন, সেটার একটা প্রাথমিক ব্যাখ্যাও দিয়েছে গণমাধ্যমটি।

তাদের ভাষ্য, এই দলগুলির স্পিন বিভাগ তুলনামূলকভাবে দুর্বল। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন।


আরও পড়ুন:

» ব্রাজিল ম্যাচের আগে নতুন দুশ্চিন্তায় পড়ল আর্জেন্টিনা

» আগের চেয়ে পরিণত নাঈম, উড়ন্ত ছন্দে ফিরবেন জাতীয় দলে?


গত ২০ মার্চ ইংল্যান্ডের বার্মিংহ্যামে গ্যারেথ ব্যাটির অধীনে অনুশীলনের পর সাকিব বোলিং অ্যাকশনে পেয়েছেন ছাড়পত্র। তৃতীয় মেয়াদে বোলিং পরীক্ষায় পাশ করার পর সাকিবের আইপিএল বা কাউন্টি ক্রিকেটে বা আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে আর বাধা নেই। দেশের হয়ে বাংলাদেশের এই অলরাউন্ডারকে আর খেলতে দেখা যাবে কি না, সেটা নিয়ে রয়েছে সংশয়।

শনিবার  আইপিএল শুরু হয়েছে। ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন। আর এজন্য সময় থাকবে ১২টি ম্যাচ পর্যন্ত। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।

ক্রিফোস্পোর্টস/২২মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট