
বেশ লম্বা সময় ধরেই বাংলাদেশ ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে এখনও নিয়মিত ক্রিকেটাঙ্গনে শোনা যায় এই টাইগার অলরাউন্ডারের নাম। গতকাল এক গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসেছিল বিসিবি। সেখানে আবারও উঠে এসেছে সাকিবের প্রসঙ্গ।
বিসিবির সেই বোর্ড সভায় আলোচনা হয়েছিল কেন্দ্রীয় চুক্তিতে থাকে ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করার বিষয়ে। এছাড়াও কারা থাকবেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সে বিষয়েও হয়েছে পরিকল্পনা। তবে সবকিছু ছাপিয়ে উঠে এসেছে গেল বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিবের ৪৮ লাখ টাকা বেতন বকেয়ার ইস্যু।
ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে সরকার পতনের পর দেশের ক্রিকেটে বেশ কোণঠাসা হয়ে পড়েছেন সাকিব। হাসিনা সরকারের সংসদ সদস্য হওয়ায় এবং আন্দোলনে নিরব ভূমিকা পালন করায় তোপের মুখে পড়েন তিনি। আর তাই ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছেন না এই টাইগার অলরাউন্ডার।
আরও পড়ুন:
» সিলেটে অবতরণ করবেন হামজা, জানা গেল দিনক্ষণ
» ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালসহ আজকের খেলা (৪ মার্চ ২৫)
তবুও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকায় ট্যাক্স বহির্ভূত ৪৮ লাখ টাকা পাওনা রয়েছে সাকিবের। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এবার জানা গেছে সাকিবের বেতনের অর্থ না পাওয়ার কারণ। মূলত শেয়ার বাজার প্রতারণা এবং আর্থিক প্রতারণার অভিযোগে সাকিবের ব্যাংক হিসাব জব্দ করা হয়। যে কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। তবে অন্য কোন মাধ্যমে সাকিবের অর্থ পরিশোধ করা হবে বলে জানা গেছে।
এদিকে সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে জানান, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’
ক্রিফোস্পোর্টস/৪মার্চ২৫/এফএএস
