সুপার এইটে টানা দুই ম্যাচ হারের পর চলতি বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে বাংলাদেশ। তবে কাগজে-কলমে এখনো সেমিতে ওঠার ক্ষীণ সম্ভাবনা রয়েছে টাইগারদের। এক্ষেত্রে ভারতের কাছের অস্ট্রেলিয়ার হার এবং শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি বিভিন্ন সমীকরণ মেলাতে হবে শান্তদের।
তবে বাংলাদেশের সেমিফাইনালে খেলার কোনো সম্ভাবনা দেখছেন না সাকিব আল হাসান। এ প্রসঙ্গে টাইগার অলরাউন্ডার বলেন, ‘সত্যি বলতে, আমি মনে করি না ভারতের কাছে হারের পর আমাদের সেমিফাইনালে খেলার আর কোনো সম্ভাবনা রয়েছে। তবে শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার জন্য আমাদের সামনে ভালো একটি সুযোগ রয়েছে।’
সুপার এইটে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। তাই তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তাই আফগানদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে ভালোভাবে টুর্নামেন্ট শেষ করতে চান সাকিব, ‘আমরা এই টুর্নামেন্টটি ভালোভাবে শেষ করতে চাই। শেষ ম্যাচে আমাদের আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে। তারা খুবই ভালো দল। তাদের বিপক্ষে জয় পেতে হলে আমাদের সেরাটা দিতে হবে।’
আরও পড়ুন:
» টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা জয়ের নতুন রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা
» আগামীকাল মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে
সুপার এইটে গ্রুপ-১ এ ২ জয় নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ১টি করে জয় পেয়েছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। অন্যদিকে এখনো কোনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তাই শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার এইটে অন্তত ১টি জয় তুলে নিতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।
আগামীকাল (মঙ্গলবার) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের অ্যার্নস ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/বিটি