বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ। এর আগের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলেও এ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা। বোলিং ও ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারের স্বাদ পায় সাকিব বাহিনী।
ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বিরুদ্ধে প্রথমে খুব একটা ভালো বোলিং না করলেও শেষ পর্যন্ত ৪০০ রানের আগেই তাদের আটকে দেয় বাংলাদেশ। এরপর ব্যাটাররা আর এত বড় রান তাড়া করার চাপ নিতে পারেননি। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও মনে করেন, শুরুর দিকে উইকেট হারানোতেই ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ শেষে টাইগার কাপ্তান বলেন, ‘আমাদের প্রথমটা ভালো না হলেও আমরা ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ছিলাম, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। আপনি ৩৫০ রান তাড়া করতে নেমে প্রথম ১০ ওভারেই চার উইকেট হারিয়ে ফেললে পরে ম্যাচে ফেরাটা অসম্ভব হয়ে দাড়ায়।’
সাকিব আরও যুক্ত করেন, ‘ম্যাচে প্রথম পাঁচ-ছয় ওভার বল ভালো সুইং করছিল। আমাদের নির্দিষ্ট পরিকল্পনা থাকলেও আমরা মাঠে তার বাস্তবায়ন করতে পারিনি।’
তবে এখনই মনঃক্ষুণ্য হতে চান না অধিনায়ক, ‘এটি একটি লম্বা টুর্নামেন্ট। এই ম্যাচ থেকে আমরা যে সমস্ত ইতিবাচক দিকগুলো পেয়েছি সেগুলো সম্পর্কে আমাদের আরো ভাবতে হবে। আরো কঠিন কিছু ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে।’
আরও পড়ুন: বিশ্বকাপ থেকেই ছিটকে ছিটকে যাচ্ছেন গিল?
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমকে/এসএ