Connect with us
ক্রিকেট

সাকিব-ফিজদের বোলিং দাপটে নেপালকে হারিয়ে সেরা আটে বাংলাদেশ

T20 World Cup 2024_Bangladesh vs Nepal
নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (সোমবার) নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এ ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টেনেটুনে শতরান পেরিয়ে গুটিয়ে যায় টাইগাররা। পরবর্তীতে তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমানদের বোলিং দাপটে নেপালকে ২১ রানে হারিয়ে টুর্নামেন্টের অষ্টম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে লাল-সবুজের দল।

সেন্ট ভিনসেন্টের আরনোস ভ্যালে স্টেডিয়ামে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নেপাল। প্রথমে ব্যাট করে ১৯.৩ ওভার খেলে ১০৬ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে ১৯.২ ওভারে ৮৫ রান তুলেই অলআউট হয়ে যায় নেপাল।

এদিন স্বল্প পুঁজি ডিফেন্ড করতে নেমে দলীয় ২৫ রানেই নেপালের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ৷ অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে চার ওভারে ২ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট নেন তানজিম হাসান সাকিব। যেখানে ২১টি ডট বল রয়েছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন:

» সেন্ট ভিনসেন্টে যেভাবে ঈদ উদযাপন করলেন সাকিব-শান্তরা (ভিডিও)

» অবসরে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটার 

তবে ৫ উইকেট পতনের পর নেপালের ষষ্ঠ উইকেট জুটি বাংলাদেশকে বেশ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠা ৫২ রানের এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। দলীয় ৭৮ রানের মাথায় তার স্লোয়ার বলে ক্যাচ তুলে দিয়ে শান্তর হাতে ধরা পড়েন কুশাল মাল্লা। এই জুটি ভাঙার পর ম্যাচে ফিরে বাংলাদেশ।

পরবর্তীতে দলীয় ৮৫ রানে তাসকিন সপ্তম উইকেট তুলে নিলে আর কোনো রান তুলতে পারেনি নেপাল। ১৯তম ওভারে মুস্তাফিজের উইকেট মেডেন ওভার এবং শেষ ওভারের প্রথম দুই বলে দুই উইকেট নিয়ে নেপালকে অল আউট করে দেয় বাংলাদেশ।

সাকিবের পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। ৪ ওভারে ১ মেডেনসহ ৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। এছাড়া সাকিব ২টি এবং তাসকিন ১টি উইকেট নিয়েছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি শান্ত-লিটনরা। ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা। এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। এছাড়া মাহমুদউল্লাহ-রিশাদ-তাসকিনদের ছোট ছোট ক্যামিওতে টেনেটুনে শতরান পেরোয় বাংলাদেশ। নেপালের হয়ে সম্পাল কামি, দীপেন্দ্র সিং আইরে, রোহিত পৌডেল ও সন্দ্বীপ লামিচানে ২টি করে উইকেট শিকার করেছেন।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট