Connect with us
ক্রিকেট

বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফলে বড় সুখবর পেলেন সাকিব

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বেশ লম্বা সময় ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বল হাতে নিষিদ্ধ হয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। এরপর দফায় দফায় দিয়েছেন বোলিং অ্যাকশন পরীক্ষা। দুই দফা পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হলেও এবার তৃতীয় দফায় এসে সুখবর পেলেন সাকিব।

চলতি মার্চে ইংল্যান্ডে তৃতীয় বারের মতো বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছেন সাকিব আল হাসান। অবশেষে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বল করার জন্য সবুজ সংকেত পেলেন এই টাইগার অলরাউন্ডার। ফলে সকল ধরনের ক্রিকেটে বল করতে আর কোন বাঁধা থাকলো না সাকিবের।

প্রথমে সাকিবের এক বন্ধুর বরাত দিয়ে খবরটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ স্থানীয় এক পত্রিকায়। এছাড়া আবুধাবি টি-টেন লিগে তার দল বাংলা টাইগার্স এক পোস্ট করে জানিয়েছেন সাকিবের ফেরার খবর।

আরও পড়ুন:

» স্পেনের জার্সিতে প্রথম হিসেবে রোজা রেখে খেলার বার্তা ইয়ামালের

» ইতালি-জার্মানি হাইভোল্টেজ ম্যাচসহ আজকের খেলা (২০ মার্চ ২৫)

গেল বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে প্রথমবার প্রশ্নের মুখে পড়েন সাকিব। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের চেন্নাইয়ে দুই দফায় পরীক্ষা দিয়েও পাশ হতে পারেননি তিনি। নিরপেক্ষ ল্যাবে পাস করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করা হয়েছিল।

এরপর বোলিং অ্যাকশন শোধরানোর জন্য দীর্ঘ সময় ধরে কাজ করেছেন সাকিব। ইংল্যান্ডে কাউন্টি ক্লাব সারের কোচ গ্যারেথ ব্যাটির তত্ত্বাবধানে নিবিড়ভাবে অনুশীলন চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত, চলতি মার্চ মাসে তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে সফল হন। তবে পুনরায় বোলিংয়ে সমস্যা দেখা দিলে আইসিসির নিয়মে ১ বছরের জন্য নিষিদ্ধ হবেন তিনি। 

ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট