গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করছে ওয়ানডেতে। ওয়ানডে সুপার লীগের পয়েন্টস টেবিলে তিনে থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল টাইগাররা। তবে বিশ্বকাপে এসে চরমভাবে ব্যর্থ হয় সাকিব আল হাসানের নেতৃতাদ্ধীন দলটি। তাছাড়া ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার সাকিবও ব্যর্থ হয়েছেন এই বিশ্বকাপে।
বিশ্বকাপে ব্যর্থ হলেও বছরজুড়ে ব্যাট ও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব। ফলে অলরাউন্ডার হিসেবে ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
আকাশ চোপড়ার দলে ভারতের সর্বোচ্চ ৬ জন জায়গা পেয়েছেন। এছড়া দক্ষিণ আফ্রিকার ২ জন এবং পাকিস্তান ও নিউজিল্যান্ড থেকে ১ জন করে জায়গা পেয়েছেন। তবে ভারত বিশ্বকাপ জয়ী দল অস্ট্রেলিয়া থেকে জায়গা পাননি কোন ক্রিকেটার।
এছাড়া ধারাভাষ্যকার হার্সা ভোগলেও তার সেরা ওয়ানডে দল প্রকাশ করেছেন। তবে সেখানে জায়গা হয়নি কোন বাংলাদেশির।
আকাশ চোপড়ার বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, মোহাম্মদ রিজওয়ান, সাকিব আল হাসান, মার্কো ইয়ানসেন, কুলদীপ যাদব, জেরাল্ড কোয়েটজে, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
হার্শা ভোগলের বর্ষসেরা ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, হেইনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, শাহিন আফ্রিদি, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন: উইজডেনের বর্ষসেরা একাদশে ভারতের ৭, বাংলাদেশের কেউ আছে?
ক্রিফোস্পোর্টস/০১জানুয়ারি২৪/ এমটি