দুঃসময় যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। নতুন করে আরো একটি দুঃসংবাদ পেলেন এই তারকা অলরাউন্ডার। তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে ইংলিশ কাউন্টি কর্তৃপক্ষ। প্রায় দুই দশকের ক্যারিয়ারে এই প্রথমবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন দেশের ক্রিকেটের পোস্টারবয়।
পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে ইংল্যান্ডে পাড়ি জমান সাকিব। ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সেখানে সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলেন তিনি। আর সেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছে কাউন্টি কর্তৃপক্ষ।
সাকিবকে পুনরায় কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গেলে বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করতে হবে। জানা গেছে, ইংল্যান্ডের একটি ল্যাবে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করা হবে। তবে পরীক্ষা না দিলেও সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে এর কোনো প্রভাব পড়বে না।
আরও পড়ুন:
» কলকাতা থেকে বাদ পড়ে যা বললেন স্টার্ক
» ডার্বিতে জিতেও সন্তুষ্ট নন বার্সা কোচ
দীর্ঘদিন ধরেই বেশ আলোচনা-সমালোচনায় রয়েছেন সাকিব। গত ভারত সিরিজের টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। ঘরের মাঠে মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চাইলেও শেষ পর্যন্ত দেশে ফেরা হয়নি তার। ফলে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন এই তারকা।
আসন্ন আফগানিস্তান সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তবে দেশের বাইরে হওয়া সত্ত্বেও এই সিরিজে খেলা হচ্ছে না সাকিবের। সাকিব নিজেই এই সিরিজে খেলার আগ্রহ দেখাননি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের মানসিক অবস্থা ভালো না থাকায় সে ক্রিকেটে ফিরতে সময় চেয়েছে। তবে আফগানিস্তান সিরিজে না থাকলেও পরবর্তীতে তাকে জাতীয় দলে দেখা যেতে পারে।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৪/বিটি