ক্যারিয়ারের পরন্ত বেলায় গর্জে উঠতে গিয়েও কোথায় যেন বার বার ধাক্কা খাচ্ছেন টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে নিজের ফর্ম-র্যাংকিং দুটিতেই হোঁচট খেয়েছিলেন। দীর্ঘ দিন পর টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডারের রাজত্ব হারিয়েছিলেন লঙ্কান ক্রিকেটার হাসারাঙার কাছে। কদিন পরই হারানো রাজত্ব ফিরে পেয়েছিলেন। এবার বিশ্বকাপের মাঝ পথে র্যাংকিংয়ে বড় দুঃসংবাদ পেলেন সাকিব।
এক ধাক্কায়—দুই কিংবা তিন নয়; পাঁচ নম্বরে নেমে গেছেন তিনি। আইসিসির হালনাগাদ করা র্যাংকিং তালিকায় দেখা যায়, সাকিবকে সরিয়ে শীর্ষ স্থান দখলে নিয়েছেন আফগানিস্তানের ৩৯ বছর বয়সী অলরাউন্ডার মোহাম্মদ নবি। দুই নম্বরে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিজ, তিনে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙা এবং চার নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
র্যাংক বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ম্যাচগুলোতে বাজে পারফরম্যন্সের কারণেই শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। এছাড়া অন্যরাও আহামরি পারফরম্যান্স করে শীর্ষে পৌঁছাননি বরং সাকিবের ফর্মহীনতার সুযোগ পেয়েছেন তারা।
আরও পড়ুন:
» হাসারাঙ্গার কাছে হারানো জায়গা ফিরে পেলেন সাকিব আল হাসান
» সাকিবের কড়া সমালোচনায় শেবাগ, অবসরের পরামর্শ
» রোনালদো-মেসিসহ সর্বোচ্চ গোলদাতার তালিকায় কারা আছেন?
এদিকে এবারের বিশ্বকাপে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। দুই ম্যাচে ব্যাট-বলে ব্যর্থ ছিলেন সাকিব। বল হাতে কোনো উইকেট নেই, ব্যাট হাতে এক ম্যাচে করলেন ৮ রান, অন্য ম্যাচে ৩ রান! আর এতেই আইসিসি থেকে উড়ে আসে বড় দুঃসংবাদ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারের কোঠা পূরণ করতে পারেননি সাকিব। ৩ ওভারে ৩০ খরচায় কোনো উইকেটের দেখা পাননি। তাছাড়া ব্যাট হাতে দলের প্রয়োজনীয় মুহূর্তে ১৪ বলে কেবল ৮ রান করে আউট হয়ে গেছেন।
এছাড়া ১০ জুন আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ম্যাচে কেবল ১ ওভার হাত ঘুরিয়েছেন সাকিব। এছাড়া ব্যাট হাতেও ছিলেন ছন্নছাড়া। দলের প্রয়োজনীয় সময়ে বাজে শট খেলে মাত্র ৪ রান করে আউট হয়ে যান।
টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে যারা আছেন
নাম | দেশ | রেটিং পয়েন্ট |
মোহাম্মদ নবি | আফগানিস্তান | ২৩১ |
মার্কাস স্টয়নিস | অস্ট্রেলিয়া | ২২৫ |
ওয়ানিন্দু হাসারাঙ্গা | শ্রীলঙ্কা | ২১৬ |
সিকান্দার রাজা | জিম্বাবুয়ে | ২১০ |
সাকিব আল হাসান | বাংলাদেশ | ২০৮ |
ক্রিফোস্পোর্টস/১২জুন২৪/এসএ