Connect with us
ক্রিকেট

আবুধাবী টি-টেন থেকে সুখবর পেলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আসন্ন আবুধাবী টি-টেন লিগে বাংলা টাইগার্সের জার্সিতে মাঠ মাতাবেন সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইকন ক্রিকেটার হিসেবে সাকিবের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আজ (বৃহস্পতিবার) বাংলা টাইগার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে চুক্তির বিষয় টি নিশ্চিত করে। এ লিগে গতবারও সাকিবের এ ফ্রাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি ছিল। তবে চোটের কারণে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করা হয়নি এই অলরাউন্ডারের। তবে সব ঠিক থাকলে এবারের আসরে শুরু থেকেই সাকিবকে পাওয়া যাবে।

কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সাকিব। অবসরের ঘোষণা দিলেও সব ধরনের ঘরোয়া ও ফ্রাঞ্চাইজি লিগ খেলবেন বাংলাদেশি এই পোস্টার বয়।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের হয়ে খেলছেন তিনি। এ দলের নেতৃত্বও দিচ্ছেন তিনি।

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। তবে চলতি মাসে দেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে আনুষ্ঠানিকভাবে লাল বলকে বিদায় দিতে চান এ তারকা ক্রিকেটার। তবে নিরাপত্তার কারণে এ সিরিজে তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

আরও পড়ুন: আজ রাতে মাঠে নামবেন মেসি, যেভাবে দেখবেন আর্জেন্টিনার ম্যাচ

তবে ক্রিকেটপ্রেমীরা চান সাকিব দেশের মাটিতেই শেষ বারের মত সাদা জার্সি পড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) থেকে সাকিবকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। ২১ অক্টোবর প্রথম ম্যাচে মিরপুর শেরে-বাংলা বাংলা জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২য় ম্যাচটি শুরু হবে।

ক্রিফোস্পোর্টস/১০ অক্টোবর ২৪/এইচআই

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট