বাইশ গজে বাজে সময় পার করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নিজের সেরাটা দিতে পারছেন না সাবেক টাইগার দলপতি। সর্বশেষ সিরিজগুলোর পাশাপাশি সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও জ্বলে উঠতে পারেননি তিনি। যার প্রভাব পড়েছিল আইসিসি র্যাঙ্কিংয়ে।
বিশ্বকাপ চলাকালীন সময়েই টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। প্রায় এক যুগ পর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচের বাইরে চলে যান তিনি। পরবর্তীতে একধাপ এগিয়ে পাঁচে ফিরে আসেন তিনি। এবার নতুন করে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের।
আজ (১৭ জুলাই) হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন সাকিব। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২০৬।
আরও পড়ুন:
» এলপিএল শেষ হৃদয়-মুস্তাফিজদের, প্লে-অফে তাসকিন ও শরিফুলরা
» সূর্য কুমার ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক!
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এছাড়া একধাপ করে এগিয়ে মার্কাস স্টয়নিশ দুইয়ে, সিকান্দার রাজা তিনে এবং পাঁচে রয়েছেন মোহাম্মদ নবি। আর চার ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছেন ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
এদিকে টেস্ট ও ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি আগের অবস্থানেই রয়েছেন সাকিব। টেস্টে ৩১০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে এবং ২৯২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন সাবেক টাইগার দলপতি।
ক্রিফোস্পোর্টস/১৭জুলাই২৪/বিটি